Ajker Patrika

সাভারে ডুপ্লেক্স বাড়িতে ডাকাতি, ডাকাত দলে বোরকা পরা নারী

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫: ৩৭
সাভারে ডুপ্লেক্স বাড়িতে ডাকাতি, ডাকাত দলে বোরকা পরা নারী

ঢাকার সাভারে এক ডুপ্লেক্স বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার শেষ রাতে সাভারের রাজাসন এলাকায় নূরুল ইসলামের মালিকানাধীন বাড়িতে এই ডাকাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডুপ্লেক্স বাড়ির নিচতলার কাজ শেষ হলেও দ্বিতীয় তলা ও সিঁড়ির নির্মাণকাজ চলছিল। দ্বিতীয় তলায় সিঁড়ির মুখে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। এ সুযোগে বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ডাকাত দল। ডাকাতদের এই দলে ছিলেন বোরকা পরা এক নারীও। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে তারা লুটে নেয় স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। সব মিলিয়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাড়ির মালিকের ছেলে রাব্বী বলেন, ‘আমি আমার রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলাম। তারা ওপরের সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমে আমার রুমে ঢুকে। আমার মাথায় পিস্তল ধরলে আমি আর নড়াচড়া করিনি। পরে আমি আমার বাবাকে ডাকলে আমাদের দুজনকেই বেঁধে ফেলে। পরে আমার ছোট বোন ও মাকে বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে পালায় তারা।’

সাভারে ডুপ্লেক্স বাড়িতে ডাকাতি।ভুক্তভোগী নূরুল ইসলাম বলেন, ‘ডুপ্লেক্স বাড়ির নিচতলায় আমরা থাকি। ওপরে নির্মাণকাজ চলছে। সিঁড়ির কাছে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। ডাকাতেরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়েই বাড়ির ভেতরে এসেছে। তারা মোট সাতজন ছিল, তাদের সঙ্গে বোরকা পরা এক নারীও ছিল।’

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করার কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত