সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারে এক ডুপ্লেক্স বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার শেষ রাতে সাভারের রাজাসন এলাকায় নূরুল ইসলামের মালিকানাধীন বাড়িতে এই ডাকাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডুপ্লেক্স বাড়ির নিচতলার কাজ শেষ হলেও দ্বিতীয় তলা ও সিঁড়ির নির্মাণকাজ চলছিল। দ্বিতীয় তলায় সিঁড়ির মুখে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। এ সুযোগে বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ডাকাত দল। ডাকাতদের এই দলে ছিলেন বোরকা পরা এক নারীও। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে তারা লুটে নেয় স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। সব মিলিয়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাড়ির মালিকের ছেলে রাব্বী বলেন, ‘আমি আমার রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলাম। তারা ওপরের সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমে আমার রুমে ঢুকে। আমার মাথায় পিস্তল ধরলে আমি আর নড়াচড়া করিনি। পরে আমি আমার বাবাকে ডাকলে আমাদের দুজনকেই বেঁধে ফেলে। পরে আমার ছোট বোন ও মাকে বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে পালায় তারা।’
ভুক্তভোগী নূরুল ইসলাম বলেন, ‘ডুপ্লেক্স বাড়ির নিচতলায় আমরা থাকি। ওপরে নির্মাণকাজ চলছে। সিঁড়ির কাছে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। ডাকাতেরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়েই বাড়ির ভেতরে এসেছে। তারা মোট সাতজন ছিল, তাদের সঙ্গে বোরকা পরা এক নারীও ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করার কাজ চলছে।’
ঢাকার সাভারে এক ডুপ্লেক্স বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার শেষ রাতে সাভারের রাজাসন এলাকায় নূরুল ইসলামের মালিকানাধীন বাড়িতে এই ডাকাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডুপ্লেক্স বাড়ির নিচতলার কাজ শেষ হলেও দ্বিতীয় তলা ও সিঁড়ির নির্মাণকাজ চলছিল। দ্বিতীয় তলায় সিঁড়ির মুখে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। এ সুযোগে বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ডাকাত দল। ডাকাতদের এই দলে ছিলেন বোরকা পরা এক নারীও। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে তারা লুটে নেয় স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। সব মিলিয়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাড়ির মালিকের ছেলে রাব্বী বলেন, ‘আমি আমার রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলাম। তারা ওপরের সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমে আমার রুমে ঢুকে। আমার মাথায় পিস্তল ধরলে আমি আর নড়াচড়া করিনি। পরে আমি আমার বাবাকে ডাকলে আমাদের দুজনকেই বেঁধে ফেলে। পরে আমার ছোট বোন ও মাকে বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে পালায় তারা।’
ভুক্তভোগী নূরুল ইসলাম বলেন, ‘ডুপ্লেক্স বাড়ির নিচতলায় আমরা থাকি। ওপরে নির্মাণকাজ চলছে। সিঁড়ির কাছে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। ডাকাতেরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়েই বাড়ির ভেতরে এসেছে। তারা মোট সাতজন ছিল, তাদের সঙ্গে বোরকা পরা এক নারীও ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করার কাজ চলছে।’
পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় এক ঠিকাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও কার্যালয়ে বিএনপি নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা সেখানে ভাঙচুর ও ঠিকাদারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন। এ সময় রামদার কোপে ১০-১২ জন আহত হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধানখালী ইউনিয়নের
৫ মিনিট আগেযশোরের মনিরামপুরে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর রহমান শাহীন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের আগরহাটি স্টার ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে প্রধানমন্ত্রীর দপ্তরের শিক্ষা সহায়তা
১২ মিনিট আগেনিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে আটক হওয়া সেই যুবক এবার ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করেছেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত-১) মো. আবু বকর সিদ্দিকের আদালতে এই মামলার আবেদন করেন।
১৩ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষ শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া সহ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়।
২৬ মিনিট আগে