Ajker Patrika

প্রতিবেশীর ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৫২
প্রতিবেশীর ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

ঢাকার সাভারে যুবককে জবাই করে হত্যার ঘটনায় এক প্রতিবেশী দম্পতি গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ বলছে, গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম রিপন কাজী (৩৮)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাশদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে সাভারের হরিণধরা এলাকায় থেকে রিপন ////চেন কপ্পার ব্যবসা করতেন। গ্রেপ্তার দম্পতি মাসুদুর রহমান (২৮) ও রহিমা আক্তার (২৫) তাঁদের পাশের কক্ষে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হরিণধরা এলাকার সুমন মিয়ার বাড়ির একটি কক্ষে স্ত্রী লাইজু আক্তার ও সন্তান নিয়ে ভাড়া থাকতেন রিপন কাজী। তাঁর পাশের কক্ষে থাকেন মাসুদুর রহমান ও তাঁর স্ত্রী রহিমা আক্তার। মাসুদ সবজির ব্যবসা করেন। মাসুদের কক্ষ থেকে গতকাল রোববার রাতে রিপন কাজীর লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে রহিমাকে আটক করে পুলিশ। মাসুদ পালিয়ে যান। আজ তাঁকে এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহতের স্ত্রী লাইজু আক্তার বলেন, ‘গত শনিবার থেকে আমার স্বামীকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তার হদিস করতে পারিনি। মাসুদ ও তার স্ত্রী আমাকে সহযোগিতা না করে বরং তাদের কক্ষে তালা দিয়ে উল্টাপাল্টা ঘোরাঘুরি করতে থাকেন। তাদের এসব আচরণে আমার সন্দেহ হয়।’

তিনি আরও বলেন, ‘সন্দেহ থেকে গতকাল রোববার রাতে আমি তাদের ঘরের তালা খুলতে বলি। এ সময় মাসুদ দৌড়ে পলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী রহিমাকে আটক করে তাদের কক্ষের তালা খুলতে বাধ্য করি। এরপর ওই কক্ষে ঢুকে আমার স্বামীর জবাই করা লাশ দেখতে পাই।’

সাভার থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর রোববার রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। এ সময় মাসুদের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসি। আজ সোমবার দুপুরে মাসুদকেও আটক করা হয়।’

এসআই জহুরুল ইসলাম আরও বলেন, রিপন তাঁর প্রতিবেশী মাসুদের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। সম্ভবত এই ক্ষোভেই মাসুদ দম্পতি কৌশলে রিপনকে তাঁদের কক্ষে নিয়ে জবাই করে হত্যা করেন। এ ব্যাপারে নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে আজ সোমবার হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মাসুদ ও তাঁর স্ত্রী রহিমাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর মাসুদ ও তাঁর স্ত্রীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, রিপন হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী মাসুদ ও তাঁর স্ত্রী রহিমাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত