Ajker Patrika

দুবাইয়ে বেনজীরের স্ত্রীর ৩৫ কোটি টাকার ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৫, ২১: ১৫
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জার দুবাইয়ে ৩৪ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৭৭২ টাকা টাকা মূল্যের দুটি ফ্ল্যাট ক্রোক ও দুটি ব্যাংক হিসাবে থাকা ৫৩ লাখ ৭৯ হাজার ৮৯৪ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বিদেশি এই স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন।

আবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল ওয়াসির সিটি অব রেসিডেনশিয়াল বিল্ডিং-২-এর একটি ফ্ল্যাট, যার মূল্য ৪৯ লাখ ৭৮ হাজার ৮৫৪ দিরহাম ও দুবাইয়ের বুর্জ খলিফার ফাউন্টেইন ভিউজ রেসিডেন্সেস-১-এর একটি ফ্ল্যাট, যার মূল্য ৫৫ লাখ দিরহাম এবং দুবাইয়ের এনবিডির দুটি ব্যাংক হিসাবে থাকা ১ লাখ ৫২ হাজার ৯৩২ দিরহাম ও ৯ হাজার ৭৫০ দিরহাম অবরুদ্ধ করার নির্দেশ দেন।

বর্তমানে বাংলাদেশি টাকায় দুটি ফ্ল্যাটের মূল্য ৩৪ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৭৭২ টাকা ও দুটি ব্যাংক হিসাবে রয়েছে ৫৩ লাখ ৭৯ হাজার ৮৯৪ টাকা।

দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিপূর্বে বেনজীর ও তাঁর স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের মামলা করা হয়েছে। ওই মামলা তদন্তকালীন জানা গেছে, দুবাইয়ে বেনজীরের স্ত্রী জিশান মির্জার এসব স্থাবর–অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তদন্তকালীন দুদক আরও জানতে পেরেছে, অভিযুক্ত জিশান মির্জার উক্ত স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রয়, হস্তান্তর বা স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় উক্ত সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ প্রয়োজন।

আদালত শুনানি শেষে দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দিয়ে দুদক ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেনজীরের কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজীরের একটি ফ্ল্যাট ক্রোক ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।

গত বছর ১২ জুন বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা আটটি ফ্ল্যাট ও ২৫ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বছর দুই দফায় বেনজীর ও তাঁর পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

এরও আগে বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন আদালত। কিন্তু নিষেধাজ্ঞার আগেই বেনজীর পরিবারসহ দেশত্যাগ করেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ