নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্টন এলাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দিয়েছে পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দিবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গণপরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায়।
এর আগে নুর তাঁর নেতা-কর্মীদের নিয়ে পল্টনের জামান টাওয়ারের ওই কার্যালয়টির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন রেজা কিবরিয়া অংশের নেতা-কর্মীরাও সেখানে ছিল। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জ করে কার্যালয় থেকে সকলকে নিচে নামিয়ে দেন।
কার্যালয়টি পুলিশ দখলে নেয়। এরপর নুর সাংবাদিকদের বলেন, ‘এখানে গোয়েন্দা সংস্থার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। এই বাড়ির মালিকের সঙ্গে আমাদের এখনো ছয়মাসের চুক্তি রয়েছে। আমরা আরো ছয় মাস অফিসটি ব্যবহার করতে পারবো। তবে আমাদের অনৈতিকভাবে বের করে দেওয়া হয়েছে।’
এরপর আহতদের রিকশায় করে হাসপাতালে নিয়ে যান নেতা-কর্মীরা। বর্তমানে কার্যালয়টি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষ মুখোমুখি হয়েছে, এমন খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। আমাদের পুলিশ সদস্যরা দুই পক্ষের মাঝখানে দাঁড়ায়। তারপরও তারা কেউ শান্ত হচ্ছিলেন না। এরপর আমরা দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেই।’
হায়াতুল ইসলাম বলেন, ‘এই কার্যালয় নিয়ে থানায় জিডি হয়েছে। আদালত সিদ্ধান্ত নেবেন, এই কার্যালয়টি কোন পক্ষে ব্যবহার করবে। যারা আদালতের আদেশ নিয়ে আসবেন, তাদের আমরা কার্যালয়টি বুঝিয়ে দেব।’
রাজধানীর পল্টন এলাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দিয়েছে পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দিবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গণপরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায়।
এর আগে নুর তাঁর নেতা-কর্মীদের নিয়ে পল্টনের জামান টাওয়ারের ওই কার্যালয়টির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন রেজা কিবরিয়া অংশের নেতা-কর্মীরাও সেখানে ছিল। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জ করে কার্যালয় থেকে সকলকে নিচে নামিয়ে দেন।
কার্যালয়টি পুলিশ দখলে নেয়। এরপর নুর সাংবাদিকদের বলেন, ‘এখানে গোয়েন্দা সংস্থার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। এই বাড়ির মালিকের সঙ্গে আমাদের এখনো ছয়মাসের চুক্তি রয়েছে। আমরা আরো ছয় মাস অফিসটি ব্যবহার করতে পারবো। তবে আমাদের অনৈতিকভাবে বের করে দেওয়া হয়েছে।’
এরপর আহতদের রিকশায় করে হাসপাতালে নিয়ে যান নেতা-কর্মীরা। বর্তমানে কার্যালয়টি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষ মুখোমুখি হয়েছে, এমন খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। আমাদের পুলিশ সদস্যরা দুই পক্ষের মাঝখানে দাঁড়ায়। তারপরও তারা কেউ শান্ত হচ্ছিলেন না। এরপর আমরা দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেই।’
হায়াতুল ইসলাম বলেন, ‘এই কার্যালয় নিয়ে থানায় জিডি হয়েছে। আদালত সিদ্ধান্ত নেবেন, এই কার্যালয়টি কোন পক্ষে ব্যবহার করবে। যারা আদালতের আদেশ নিয়ে আসবেন, তাদের আমরা কার্যালয়টি বুঝিয়ে দেব।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩১ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩২ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে