Ajker Patrika

পুলিশের নিয়ন্ত্রণে গণঅধিকার পরিষদের কার্যালয়, নূরসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২৩, ২১: ৫৪
পুলিশের নিয়ন্ত্রণে গণঅধিকার পরিষদের কার্যালয়, নূরসহ আহত ৫

রাজধানীর পল্টন এলাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দিয়েছে পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দিবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গণপরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায়।

এর আগে নুর তাঁর নেতা-কর্মীদের নিয়ে পল্টনের জামান টাওয়ারের ওই কার্যালয়টির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন রেজা কিবরিয়া অংশের নেতা-কর্মীরাও সেখানে ছিল। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জ করে কার্যালয় থেকে সকলকে নিচে নামিয়ে দেন।

কার্যালয়টি পুলিশ দখলে নেয়। এরপর নুর সাংবাদিকদের বলেন, ‘এখানে গোয়েন্দা সংস্থার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। এই বাড়ির মালিকের সঙ্গে আমাদের এখনো ছয়মাসের চুক্তি রয়েছে। আমরা আরো ছয় মাস অফিসটি ব্যবহার করতে পারবো। তবে আমাদের অনৈতিকভাবে বের করে দেওয়া হয়েছে।’ 

এরপর আহতদের রিকশায় করে হাসপাতালে নিয়ে যান নেতা-কর্মীরা। বর্তমানে কার্যালয়টি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষ মুখোমুখি হয়েছে, এমন খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। আমাদের পুলিশ সদস্যরা দুই পক্ষের মাঝখানে দাঁড়ায়। তারপরও তারা কেউ শান্ত হচ্ছিলেন না। এরপর আমরা দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেই।’ 

হায়াতুল ইসলাম বলেন, ‘এই কার্যালয় নিয়ে থানায় জিডি হয়েছে। আদালত সিদ্ধান্ত নেবেন, এই কার্যালয়টি কোন পক্ষে ব্যবহার করবে। যারা আদালতের আদেশ নিয়ে আসবেন, তাদের আমরা কার্যালয়টি বুঝিয়ে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত