মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুতে অবৈধভাবে মোটরসাইকেল পারাপার করার সময় দুইটি ট্রাক আটক করেছে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ। মাওয়া প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন উত্তর থানা গোল চত্বরে ট্রাক দিয়ে যাওয়ার সময় আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ট্রাক দুটি আটক করা হয়। এ সময় ট্রাক দুইটির সঙ্গে চালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার করা যাবে না, এই নির্দেশনা অমান্য করে বুধবার সকাল থেকেই মোটরসাইকেল ট্রাকে করে পদ্মা সেতু পারাপার করা হচ্ছিল। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা না থাকলেও বিকেলে ট্রাকসহ ওই তিনজনকে আটক করে পুলিশ।
তবে সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকে শত শত মোটরসাইকেল ট্রাকে করে সেতু পার হয়েছে। তবে এর জন্য মোটরসাইকেল প্রতি গুনতে হয়েছে হাজার টাকা।
এ পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে চরম বিপাকে পড়েছে মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেল আরোহীদের অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকে মোটরসাইকেল এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। সে কারণে তারা আজই বাড়ির পথে রওনা দিয়েছেন।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সেতুতে মোটরসাইকেল পারাপার নিষেধ থাকলেও কিছু ট্রাক আইন অমান্য করে মোটরসাইকেল পারাপার করছিল। আমরা সেগুলো বন্ধ করে দিয়েছি। এ ঘটনায় দুইটি ট্রাক, চালক ও সহকারীসহ তিনজনকে আটক করে জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওয়ালিদ জানান, সরকারি আদেশ অমান্য করায় তাঁদের দুজনকে পাঁচ হাজার ও একজনকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
পদ্মা সেতুতে অবৈধভাবে মোটরসাইকেল পারাপার করার সময় দুইটি ট্রাক আটক করেছে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ। মাওয়া প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন উত্তর থানা গোল চত্বরে ট্রাক দিয়ে যাওয়ার সময় আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ট্রাক দুটি আটক করা হয়। এ সময় ট্রাক দুইটির সঙ্গে চালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার করা যাবে না, এই নির্দেশনা অমান্য করে বুধবার সকাল থেকেই মোটরসাইকেল ট্রাকে করে পদ্মা সেতু পারাপার করা হচ্ছিল। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা না থাকলেও বিকেলে ট্রাকসহ ওই তিনজনকে আটক করে পুলিশ।
তবে সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকে শত শত মোটরসাইকেল ট্রাকে করে সেতু পার হয়েছে। তবে এর জন্য মোটরসাইকেল প্রতি গুনতে হয়েছে হাজার টাকা।
এ পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে চরম বিপাকে পড়েছে মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেল আরোহীদের অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকে মোটরসাইকেল এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। সে কারণে তারা আজই বাড়ির পথে রওনা দিয়েছেন।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সেতুতে মোটরসাইকেল পারাপার নিষেধ থাকলেও কিছু ট্রাক আইন অমান্য করে মোটরসাইকেল পারাপার করছিল। আমরা সেগুলো বন্ধ করে দিয়েছি। এ ঘটনায় দুইটি ট্রাক, চালক ও সহকারীসহ তিনজনকে আটক করে জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওয়ালিদ জানান, সরকারি আদেশ অমান্য করায় তাঁদের দুজনকে পাঁচ হাজার ও একজনকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে সদর উপজেলার সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেঝালকাঠির সুগন্ধা নদীতে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে মোছলেউদ্দিন মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ মে) সকাল ১০টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনসের সামনে সুগন্ধা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
১৬ মিনিট আগেচিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে প্রতিবছর বাংলাদেশের প্রায় ৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) চার দিনব্যাপী
২৩ মিনিট আগেভোলার মনপুরায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও পাউবোর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৪ মে) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নূর উদ্দিন মার্কেট এলাকার মেঘনা নদীর পাড়ে শত শত মানুষ এ কর্মসূচি পালন করেন।
২৩ মিনিট আগে