Ajker Patrika

পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের সময় ২ ট্রাক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের সময় ২ ট্রাক আটক

পদ্মা সেতুতে অবৈধভাবে মোটরসাইকেল পারাপার করার সময় দুইটি ট্রাক আটক করেছে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ। মাওয়া প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন উত্তর থানা গোল চত্বরে ট্রাক দিয়ে যাওয়ার সময় আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ট্রাক দুটি আটক করা হয়। এ সময় ট্রাক দুইটির সঙ্গে চালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার করা যাবে না, এই নির্দেশনা অমান্য করে বুধবার সকাল থেকেই মোটরসাইকেল ট্রাকে করে পদ্মা সেতু পারাপার করা হচ্ছিল। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা না থাকলেও বিকেলে ট্রাকসহ ওই তিনজনকে আটক করে পুলিশ। 

তবে সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকে শত শত মোটরসাইকেল ট্রাকে করে সেতু পার হয়েছে। তবে এর জন্য মোটরসাইকেল প্রতি গুনতে হয়েছে হাজার টাকা।

এ পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে চরম বিপাকে পড়েছে মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেল আরোহীদের অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকে মোটরসাইকেল এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। সে কারণে তারা আজই বাড়ির পথে রওনা দিয়েছেন।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সেতুতে মোটরসাইকেল পারাপার নিষেধ থাকলেও কিছু ট্রাক আইন অমান্য করে মোটরসাইকেল পারাপার করছিল। আমরা সেগুলো বন্ধ করে দিয়েছি। এ ঘটনায় দুইটি ট্রাক, চালক ও সহকারীসহ তিনজনকে আটক করে জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওয়ালিদ জানান, সরকারি আদেশ অমান্য করায় তাঁদের দুজনকে পাঁচ হাজার ও একজনকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত