অনলাইন ডেস্ক
এই নগরে বিবিধ চাপে পিষ্ট মানুষের জীবনে নির্ভার সন্ধ্যা বড় দুর্লভ। বিচ্ছিন্ন দ্বীপের সম্রাট সেজে আশ্চর্য একাকী জীবন যেন ভবিতব্য আজ। জীবন ও রাজনৈতিক বাস্তবতার এই দূরহ সময়ে পরস্পরের কাছে আসবার, বন্ধুত্ব উদ্যাপনের প্রহর বড্ড আকাঙ্খিত।
লেখক ও চিন্তক জাভেদ হুসেন বিগত প্রায় দুই দশক ধরে তাঁর সাহিত্য চর্চার দৌলতে গড়ে তুলেছেন সেই কাঙ্ক্ষিত আসর—শহরজুড়ে। কার্ল মার্ক্স, মির্জা গালিব, মীর ত্বকি মীর কিংবা নওশাদ নূরী! জাভেদ হুসেনের অনন্য লেখার ভুবন আমাদের চেনায় মার্কসের বহুমাত্রিক চিন্তাজগৎ আর উর্দু-ফারসি শিল্পসাহিত্য ভাবনার বিচিত্র দুনিয়া। দারুণ বাগ্মিতায় এই শহরকে কখনো মির্জা গালিব, কখনো ফয়েজ আহমেদ ফয়েজ কিংবা আল্লামা ইকবালের অপূর্ব শেরের মাদকতায় আচ্ছন্ন করে চলেছেন তিনি দীর্ঘ সময়।
৫ মে মহান চিন্তক ও দার্শনিক কার্ল মার্ক্স এবং ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্যাপনের প্রহরেও আমাদের প্রধান সূত্রধার জাভেদ হুসেন। এই আয়োজন চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। এই শহরের এক নিভৃত কোণে, এন’স কিচেনের আঙিনায় লেখালেখির উঠান আয়োজিত তিন দিনব্যাপী এই এবং জাভেদ হুসেন-একক বইমেলা এই সব বিচিত্র গোলাপের সুবাসিত মাহফিল। এই আয়োজনে বইমেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকবে গ্রন্থিক প্রকাশন এবং সার্বিক সহযোগিতায় এন’স কিচেন।
এই আয়োজনের প্রথম দিন থাকছে রবীন্দ্রজয়ন্তীর নিবেদন, শিল্পী লায়েকা বশীরের কণ্ঠে তাঁর প্রিয় রবীন্দ্র সংগীতের পরিবেশনা। তবলায় সংগত করবেন ভুলু ধর রাজেশ। দ্বিতীয় দিনে থাকছে জাভেদ হুসেনের আলাপন। সমাপনী দিনে থাকছে জাভেদ হুসেন অনূদিত নাটক ‘মার্কস ইন সোহো’র নির্বাচিত অংশের পাঠাভিনয়। সমাপনী পর্বে থাকছে দুই প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় সারেঙ্গি বাদন। সারেঙ্গিশিল্পী মতিয়ার রহমান ও তাঁর দুই সন্তান মাহিমা মেহজাবিন এবং ইউসুফ আহমেদের সঙ্গে তবলায় থাকবেন শিল্পী জাকির হোসেন।
এ ছাড়া লেখক–পাঠক আড্ডার পাশাপাশি উৎসব প্রাঙ্গণে থাকবে গ্রন্থিক প্রকাশনের ব্যবস্থাপনায় জাভেদ হুসেনের সব বইসহ গ্রন্থিকের বই নিয়ে বিশেষ বইমেলা। বই কেনাকাটায় থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
এই নগরে বিবিধ চাপে পিষ্ট মানুষের জীবনে নির্ভার সন্ধ্যা বড় দুর্লভ। বিচ্ছিন্ন দ্বীপের সম্রাট সেজে আশ্চর্য একাকী জীবন যেন ভবিতব্য আজ। জীবন ও রাজনৈতিক বাস্তবতার এই দূরহ সময়ে পরস্পরের কাছে আসবার, বন্ধুত্ব উদ্যাপনের প্রহর বড্ড আকাঙ্খিত।
লেখক ও চিন্তক জাভেদ হুসেন বিগত প্রায় দুই দশক ধরে তাঁর সাহিত্য চর্চার দৌলতে গড়ে তুলেছেন সেই কাঙ্ক্ষিত আসর—শহরজুড়ে। কার্ল মার্ক্স, মির্জা গালিব, মীর ত্বকি মীর কিংবা নওশাদ নূরী! জাভেদ হুসেনের অনন্য লেখার ভুবন আমাদের চেনায় মার্কসের বহুমাত্রিক চিন্তাজগৎ আর উর্দু-ফারসি শিল্পসাহিত্য ভাবনার বিচিত্র দুনিয়া। দারুণ বাগ্মিতায় এই শহরকে কখনো মির্জা গালিব, কখনো ফয়েজ আহমেদ ফয়েজ কিংবা আল্লামা ইকবালের অপূর্ব শেরের মাদকতায় আচ্ছন্ন করে চলেছেন তিনি দীর্ঘ সময়।
৫ মে মহান চিন্তক ও দার্শনিক কার্ল মার্ক্স এবং ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্যাপনের প্রহরেও আমাদের প্রধান সূত্রধার জাভেদ হুসেন। এই আয়োজন চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। এই শহরের এক নিভৃত কোণে, এন’স কিচেনের আঙিনায় লেখালেখির উঠান আয়োজিত তিন দিনব্যাপী এই এবং জাভেদ হুসেন-একক বইমেলা এই সব বিচিত্র গোলাপের সুবাসিত মাহফিল। এই আয়োজনে বইমেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকবে গ্রন্থিক প্রকাশন এবং সার্বিক সহযোগিতায় এন’স কিচেন।
এই আয়োজনের প্রথম দিন থাকছে রবীন্দ্রজয়ন্তীর নিবেদন, শিল্পী লায়েকা বশীরের কণ্ঠে তাঁর প্রিয় রবীন্দ্র সংগীতের পরিবেশনা। তবলায় সংগত করবেন ভুলু ধর রাজেশ। দ্বিতীয় দিনে থাকছে জাভেদ হুসেনের আলাপন। সমাপনী দিনে থাকছে জাভেদ হুসেন অনূদিত নাটক ‘মার্কস ইন সোহো’র নির্বাচিত অংশের পাঠাভিনয়। সমাপনী পর্বে থাকছে দুই প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় সারেঙ্গি বাদন। সারেঙ্গিশিল্পী মতিয়ার রহমান ও তাঁর দুই সন্তান মাহিমা মেহজাবিন এবং ইউসুফ আহমেদের সঙ্গে তবলায় থাকবেন শিল্পী জাকির হোসেন।
এ ছাড়া লেখক–পাঠক আড্ডার পাশাপাশি উৎসব প্রাঙ্গণে থাকবে গ্রন্থিক প্রকাশনের ব্যবস্থাপনায় জাভেদ হুসেনের সব বইসহ গ্রন্থিকের বই নিয়ে বিশেষ বইমেলা। বই কেনাকাটায় থাকবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২২ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৭ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩২ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে