ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টিকটক ভিডিও তৈরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২০) ডেকে এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে আপত্তিকর ভিডিও ধারণ ও তরুণী এবং ধর্ষণে অভিযুক্ত যুবকদের মারধর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যের ছেলেসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান। এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ধর্ষণের শিকার ওই তরুণীর বাসা ফরিদপুরের বোয়ালমারীতে। আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আমজাদ শেখের ছেলে আকরাম আলী শেখ (২৮), মধুখালী উপজেলার ছত্তার শেখের ছেলে জুয়েল (২৮)।
ভিডিও ধারণ ও মারধরের ঘটনায় অভিযুক্তরা হলেন চুমুরদী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনারুলের ছেলে সাইদুল মোল্লা (২৭), সিরাজ শরীফের ছেলে মামুন (৩০), ইউনুস শেখের ছেলে জুয়েল (২৬), রশিদ মিয়ার ছেলে বাবু (২৭)
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর আকরাম আলী শেখ ওই তরুণীকে টিকটক ভিডিও তৈরির মাধ্যমে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে বোয়ালমারী থেকে ভাঙ্গায় নিয়ে আসেন। পরে ৩ জানুয়ারি আকরাম ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামে এক বাড়ি ভাড়া নেন এবং তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে সেখানে রাখেন।
ওই রাতেই আকরাম ও তাঁর সহযোগী জুয়েল মোল্লা তরুণীকে দুই দফায় ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে চুমুরদী ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল মোল্লার ছেলে সাইদুল মোল্লা ও তাঁর সহযোগীরা আকরাম এবং তরুণীকে একটি ঘরে আটক করে। এরপর তাঁদের বিবস্ত্র করে মারধর ও আপত্তিকর ভিডিও ধারণ করেন। ভিডিও এবং ছবি ধারণের পর তাঁরা আকরামকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে আকরাম তাঁদের টাকা দেন। টাকা পেয়ে চলে যান তাঁরা।
ঘটনার খবর পেয়ে গতকাল শুক্রবার গভীর রাতেই বাবলাতলা গ্রামে অভিযান চালায় ভাঙ্গা থানা-পুলিশ। অভিযানে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মোবাইল ফোনে সেই ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করার প্রস্তুতি চলছে। আটক ছয়জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টিকটক ভিডিও তৈরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২০) ডেকে এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে আপত্তিকর ভিডিও ধারণ ও তরুণী এবং ধর্ষণে অভিযুক্ত যুবকদের মারধর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যের ছেলেসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান। এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ধর্ষণের শিকার ওই তরুণীর বাসা ফরিদপুরের বোয়ালমারীতে। আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আমজাদ শেখের ছেলে আকরাম আলী শেখ (২৮), মধুখালী উপজেলার ছত্তার শেখের ছেলে জুয়েল (২৮)।
ভিডিও ধারণ ও মারধরের ঘটনায় অভিযুক্তরা হলেন চুমুরদী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনারুলের ছেলে সাইদুল মোল্লা (২৭), সিরাজ শরীফের ছেলে মামুন (৩০), ইউনুস শেখের ছেলে জুয়েল (২৬), রশিদ মিয়ার ছেলে বাবু (২৭)
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর আকরাম আলী শেখ ওই তরুণীকে টিকটক ভিডিও তৈরির মাধ্যমে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে বোয়ালমারী থেকে ভাঙ্গায় নিয়ে আসেন। পরে ৩ জানুয়ারি আকরাম ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামে এক বাড়ি ভাড়া নেন এবং তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে সেখানে রাখেন।
ওই রাতেই আকরাম ও তাঁর সহযোগী জুয়েল মোল্লা তরুণীকে দুই দফায় ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে চুমুরদী ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল মোল্লার ছেলে সাইদুল মোল্লা ও তাঁর সহযোগীরা আকরাম এবং তরুণীকে একটি ঘরে আটক করে। এরপর তাঁদের বিবস্ত্র করে মারধর ও আপত্তিকর ভিডিও ধারণ করেন। ভিডিও এবং ছবি ধারণের পর তাঁরা আকরামকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে আকরাম তাঁদের টাকা দেন। টাকা পেয়ে চলে যান তাঁরা।
ঘটনার খবর পেয়ে গতকাল শুক্রবার গভীর রাতেই বাবলাতলা গ্রামে অভিযান চালায় ভাঙ্গা থানা-পুলিশ। অভিযানে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মোবাইল ফোনে সেই ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করার প্রস্তুতি চলছে। আটক ছয়জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে