Ajker Patrika

গণপরিবহন চালুর দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৪: ৩০
গণপরিবহন চালুর দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভ

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী ২ মে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং ৪ মে মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার ৩০ এপ্রিল দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্য পরিবহন চালুর দাবিতে সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী এই ঘোষণা দেন।

গণপরিবহন ও পণ্যপরিবহনসহ আরও দুই দফা দাবি হল, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারাদেশে বাস-ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকার (ওএমএস) কেজি দরে চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, গণপরিবহন বন্ধ থাকায় মাইক্রোবাস, অটোরিকশা, মিনিট্রাকে অতিরিক্ত যাত্রী যাতায়াত করছে। যা মোটেও নিরাপদ নয়। এভাবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই যাত্রী ও পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চালু করার দাবি জানাচ্ছি।

সামনে ঈদ, ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে তাঁরা। এ অবস্থায় শ্রমিকরা রাস্তায় নেমে আসলে এর দায়দায়িত্ব সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বহন করবে না বলে জানিয়েছে সংগঠনটি। তাই আগামী ২ মে'র আগেই গণপরিবহন ও পণ্য পরিবহন চালু করতে হবে।

পণ্য পরিবহন তো চালুই আছে তাহলে নতুন করে আবার পণ্য পরিবহনের অনুমতি লাগবে কেন জানতে চাইলে ওসমান আলী বলেন, 'শুধুমাত্র গার্মেন্টস মালিকদেরই নিজস্ব ট্রাকে পণ্য পরিবহন করা হচ্ছে। বেসরকারি কোন প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের জন্য ট্রাক-কাভার্ডভ্যান চলছে না। তেজগাঁও ট্রাক টার্মিনালে দেখবেন শত শত ট্রাক ও শ্রমিক বসে আছে কোন কাজ নেই'।

সংগঠনের পক্ষ থেকে কর্মহীন শ্রমিকদের কি ধরনের সহায়তা করা হচ্ছে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সাদিকুল রহমান হীরু বলেন, 'সংগঠনের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি পরিবহন শ্রমিকদের সহায়তা করছি। হয়তো সবাইকে পুরোপুরি সহায়তা করা সম্ভব হচ্ছে না। ৫০ লাখ শ্রমিকদের সহায়তা করার জন্য এই মুহূর্তে সরকারের সহায়তা দরকার অথবা গণপরিবহন চালু করতে হবে।

সাদিকুর রহমান হীরু ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, সব কিছু খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখা এটা কেমন লকডাউন আমাদের জানা নেই। আমরা লক্ষ্য করছি সারা দেশেই সবকিছু স্বাভাবিক রয়েছে। সবচেয়ে দুর্দশার মধ্যে কাটাচ্ছে পরিবহন শ্রমিকরা। বিশাল এই পরিবহন সেক্টরকে বাঁচিয়ে রাখতে হলে গণপরিবহন এখনই চালু করতে হবে। এইভাবে আমরা আর বাঁচতে পারছিনা।

এদিকে গণপরিবহন চালুর ব্যাপারে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ পরিবহনের অন্যান্য সংগঠনগুলো। তারা সরকারকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, 'গণপরিবহনে মাস্ক ছাড়া কোনো যাত্রী তোলা হবে না। একই সাথে অর্ধেক আসনে যাত্রী বহন করা হবে। যদি কোনো যাত্রী এবং পরিবহন শ্রমিকরা মাস্ক ছাড়া বা স্বাস্থ্যবিধি না মানে। তাহলে সরকার প্রচলিত যে আইন আছে সেই আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু তার পরেও গণপরিবহন চালু কথা বলছেন এই সংগঠনটিগুলো।

এদিকে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার প্রথমে ৫ এপ্রিল গণপরিবহন ও অফিস-আদালত চালু রেখে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেওয়া হয়। এরপর ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হয়। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এই মেয়াদ আরও এক সপ্তাহ আগামী বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত