নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন বুয়েট শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীর (২৪)। তিনি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ১৭ মে (শুক্রবার) বিকেলে নিখোঁজ হন তিনি।
এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা শারমিন সুলতানা ১৯ মে ডিএমপির দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে শারমিন সুলতানা উল্লেখ করেন, দক্ষিণখান থানার পূর্ব আজমপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন তাঁরা। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে পাঁচ বছর ধরে এই বাসাটিতেই রয়েছেন। পরিবারের বড় ছেলে মাহমুদুল হাসান তানভীর (২৪) বুয়েটে এমএসসিতে আইপিই বিভাগে পড়ছেন। শহীদ স্মৃতি হলে থাকলেও মাঝে মাঝেই বাসায় বেড়াতে আসত।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ১৪ মে তানভীর বাসায় বেড়াতে যায়। ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। কিন্তু এরপর চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি। এ সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে যোগাযোগ করেও কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চমুরদি এলাকায়।
শারমিন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় তানভীর। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে থানায় জিডি করেছি। সে যেই শিক্ষার্থীদের পড়ায় তাদের নাকি বলেছে, দুই দিন পর এসে পড়াবে।’
নিখোঁজের বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সালাহ্উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ওই শিক্ষার্থীর এখনো কোনো খবর পাওয়া যায়নি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান দেখার চেষ্টা করা হচ্ছে। তবে সে যেসব শিক্ষার্থীদের পড়াত তাদের বলে গেছে, সে অসুস্থ তাই কিছুদিন পড়াতে পারবে না। কিছুদিন পর এসে পড়াবে। ফলে বিষয়টি পরিকল্পিতভাবে করেছে বলে মনে হচ্ছে।’
পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন বুয়েট শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীর (২৪)। তিনি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ১৭ মে (শুক্রবার) বিকেলে নিখোঁজ হন তিনি।
এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা শারমিন সুলতানা ১৯ মে ডিএমপির দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে শারমিন সুলতানা উল্লেখ করেন, দক্ষিণখান থানার পূর্ব আজমপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন তাঁরা। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে পাঁচ বছর ধরে এই বাসাটিতেই রয়েছেন। পরিবারের বড় ছেলে মাহমুদুল হাসান তানভীর (২৪) বুয়েটে এমএসসিতে আইপিই বিভাগে পড়ছেন। শহীদ স্মৃতি হলে থাকলেও মাঝে মাঝেই বাসায় বেড়াতে আসত।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ১৪ মে তানভীর বাসায় বেড়াতে যায়। ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। কিন্তু এরপর চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি। এ সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে যোগাযোগ করেও কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চমুরদি এলাকায়।
শারমিন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় তানভীর। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে থানায় জিডি করেছি। সে যেই শিক্ষার্থীদের পড়ায় তাদের নাকি বলেছে, দুই দিন পর এসে পড়াবে।’
নিখোঁজের বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সালাহ্উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ওই শিক্ষার্থীর এখনো কোনো খবর পাওয়া যায়নি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান দেখার চেষ্টা করা হচ্ছে। তবে সে যেসব শিক্ষার্থীদের পড়াত তাদের বলে গেছে, সে অসুস্থ তাই কিছুদিন পড়াতে পারবে না। কিছুদিন পর এসে পড়াবে। ফলে বিষয়টি পরিকল্পিতভাবে করেছে বলে মনে হচ্ছে।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৯ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৬ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২১ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৫ মিনিট আগে