Ajker Patrika

 শ্রীপুরে নৌকাডুবিতে নিহত ১ , নিখোঁজ ১

 শ্রীপুরে নৌকাডুবিতে নিহত ১ , নিখোঁজ ১

গাজীপুরের শ্রীপুরে নৌকা ডুবির ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে বারোটায় ডুবুরি দল ওই  মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিখোঁজ আছেন আরও একজন। 

নিহত ওই ব্যক্তির নাম মো. তানভীর (২৫)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা ছিলেন। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, খীরু নদীতে ভ্রমণে এসেছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও চিকিৎসকেরা। তাঁদের বহনকারী ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে ভালুকাগামী বালুবাহী অপর বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে ভ্রমণে আসা নৌকাটির ওপরে উঠে যায় বাল্কহেড। একপর্যায়ে ভ্রমণে আসা নৌকাটি ডুবে যায়। নৌকায় অন্তত ১০ থেকে ১২ জন ছিলেন। । নৌকা ডুবে যাওয়ার পর অনেকেই সাঁতরে পাড়ে উঠেছেন। তাঁদের মধ্যে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমিত কুমার রায় ও ডেকোরেটর ব্যবসা মো. তানভীর নিখোঁজ ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ তানভীরের মরদেহ উদ্ধার হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, আমরা দুর্ঘটনার খবর শুনেছি। আমাদের পুলিশ পাঠিয়েছি ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত