Ajker Patrika

বিমানবন্দরে সৌদি রিয়ালসহ গ্রেপ্তার ২ 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে সৌদি রিয়ালসহ গ্রেপ্তার ২ 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতের ৬৯৭.৭৫ দিরহামসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)। গ্রেপ্তাররা হলেন-এস এম আরিফ আহমদ ও আসলাম উদ্দিন। বিমানবন্দরের চেকিং রো থেকে আজ বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৪৭ ফ্লাইটে দুবাইগামী দুই যাত্রীকে ৬৩ লাখ ৫৮ হাজার ৪৮৫ টাকা সমমূল্যের সৌদি রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতে দিরহামসহ গ্রেপ্তার করেছে অ্যাভসেকের গোয়েন্দা দল। গ্রেপ্তারকালে আরিফ আহমদ ও আসলাম উদ্দিনের ব্যাগ ও শরীর তল্লাশি করে ২ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ৬৯৭.৭৫ দিরহাম জব্দ করা হয়।’   

এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, ‘গ্রেপ্তাররা অবৈধভাবে এসব মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করছিলেন।’ 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান। 

বিমানবন্দর সূত্রে জানান যায়, বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার হওয়া দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, মানি লন্ডারিং আইন, শুল্ক আইন ও ফরেন রেজুলেশন অ্যাক্টে মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত