ঢামেক প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম রনি। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন ফাহিম হোসেন (২৫) নামে আরও একজন।
হাসপাতালে রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জজ মিয়ার ছেলে রনি। পরিবারের সঙ্গে রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকার বাসায় ভাড়া থাকত তারা। শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুলের দশম শ্রেণিতে পড়ত রনি। চার ভাইয়ের মধ্যে সবার ছোট সে।
ইয়াসিন আরও জানান, রাতে তারা কয়েকজন বন্ধু চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে গিয়েছিল ঘুরতে। ভোরে সেখান থেকে বাসায় ফিরছিল। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন ফাহিম এবং চালাচ্ছিল রনি। পোস্তগোলা অংশ দিয়ে হানিফ ফ্লাইওভারের ওপরে ওঠে তারা। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় রনি। এতে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পায় রনি ও ফাহিম। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আর আহত ফাহিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভোরে হানিফ ফ্লাইওভার থেকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে রনি নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরও একজন হাসপাতালে ভর্তি আছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম রনি। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন ফাহিম হোসেন (২৫) নামে আরও একজন।
হাসপাতালে রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জজ মিয়ার ছেলে রনি। পরিবারের সঙ্গে রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকার বাসায় ভাড়া থাকত তারা। শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুলের দশম শ্রেণিতে পড়ত রনি। চার ভাইয়ের মধ্যে সবার ছোট সে।
ইয়াসিন আরও জানান, রাতে তারা কয়েকজন বন্ধু চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে গিয়েছিল ঘুরতে। ভোরে সেখান থেকে বাসায় ফিরছিল। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন ফাহিম এবং চালাচ্ছিল রনি। পোস্তগোলা অংশ দিয়ে হানিফ ফ্লাইওভারের ওপরে ওঠে তারা। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় রনি। এতে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পায় রনি ও ফাহিম। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আর আহত ফাহিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভোরে হানিফ ফ্লাইওভার থেকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে রনি নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরও একজন হাসপাতালে ভর্তি আছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি নির্মলেন্দু দাশ রানাকে (৪৭) সিলেট মহানগরীতে মারধর করা হয়েছে। ‘ছাত্র-জনতা’ নামধারী কয়েকজন গতকাল মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর রিকাবিবাজার এলাকায় তাঁকে আটকে মারধর করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘ড. ইউনূসের এই ক্ষমতা বেশি দিন টিকবে না।’ এ সময় নির্বাচনে অংশ নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
১১ মিনিট আগেগলায় লিচুর বিচি আটকে সিয়াম আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে ঘটে এ ঘটনা। মৃত সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
১৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর চরের জমি ভোগদখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ
১৫ মিনিট আগে