Ajker Patrika

বন্ধুরাসহ মাওয়া থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ০৬
বন্ধুরাসহ মাওয়া থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম রনি। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন ফাহিম হোসেন (২৫) নামে আরও একজন। 

হাসপাতালে রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জজ মিয়ার ছেলে রনি। পরিবারের সঙ্গে রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকার বাসায় ভাড়া থাকত তারা। শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুলের দশম শ্রেণিতে পড়ত রনি। চার ভাইয়ের মধ্যে সবার ছোট সে। 

ইয়াসিন আরও জানান, রাতে তারা কয়েকজন বন্ধু চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে গিয়েছিল ঘুরতে। ভোরে সেখান থেকে বাসায় ফিরছিল। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন ফাহিম এবং চালাচ্ছিল রনি। পোস্তগোলা অংশ দিয়ে হানিফ ফ্লাইওভারের ওপরে ওঠে তারা। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় রনি। এতে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পায় রনি ও ফাহিম। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আর আহত ফাহিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভোরে হানিফ ফ্লাইওভার থেকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে রনি নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরও একজন হাসপাতালে ভর্তি আছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত