Ajker Patrika

জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনেই ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে এবং পেশায় একজন মুদি দোকানি ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়কা ইউনিয়নের তোতা মিয়া ও একই এলাকার ইসলাম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি ইসলাম উদ্দিনের লোকজন তোতা মিয়ার বাড়িঘর ভাঙচুর করে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হলে করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম শুক্রবার বিকেলে উভয় পক্ষকে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনার জন্য থানায় ডাকেন।

বিকেল সাড়ে চারটার দিকে থানার সামনে একটি চায়ের দোকানে এসআই আব্দুল আলীমের উপস্থিতিতে সালিশি বৈঠক শুরু হয়। তবে আলোচনা চলাকালীন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং তা দ্রুতই মারামারিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মজনু মিয়া গুরুতর আহত হন।

তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য মো. লিংকন মিয়া জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জেরে বিগত সময়ে ইয়াকুব আলী পক্ষ ইমান আলী পক্ষের চলাচলের রাস্তা বন্ধ করে দিলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমঝোতায় সমাধান করা হয়। সম্প্রতি ইয়াকুব আলী পক্ষ ইমান আলী পক্ষের বাড়ি ঘর ভাঙচুর করায় তারা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে এসআই আলিম উভয় পক্ষ ও এলাকার গণ্যমানদের নিয়ে থানায় দরবারে ডাকেন।

প্রত্যক্ষদর্শী রুহুল আমিন মাদবর বলেন, `করিমগঞ্জ থানার সামনে মোখলেছের চায়ের দোকানে উভয় পক্ষের মধ্যে নালিশ চলাকালে হইচই শুরু হয়। পরবর্তী সময়ে এনিয়ে পৃথক বৈঠকে আলোচনা হবে বলে নালিশের সমাপ্তি ঘোষণা করা হয়। দোকান থেকে বের হয়ে আমরা মজনু মিয়াকে রাস্তায় পড়ে থাকতে দেখি।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মুর্শেদ বলেন, `আমি তখন থানায় ছিলাম না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত