Ajker Patrika

ব্লাড ক্যানসারের কাছে হেরে গেলেন জবি শিক্ষার্থী রবিন

প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২১, ১৫: ২৩
ব্লাড ক্যানসারের কাছে হেরে গেলেন জবি শিক্ষার্থী রবিন

জবি: ব্লাড ক্যানসারে (লিউকোমিয়া) আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী রবিন হালদারের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিনের সহপাঠী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, গতকাল রবিনের জ্বর ছিল অনেক। জ্বর না কমায় রাত ২টায় ইনজেকশন দেওয়া হয়েছে। পরে রাত ৪টায় মারা গেছেন। তিনি আরও জানান, পারিবারিক ব্যবস্থাপনায় রবিনকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই আত্মীয়-স্বজনরা মিলে সৎকারের ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...