বিএনপির ডাকা দুই দিনের হরতালের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর পৌর শহরের ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মশাল মিছিল করা হয়। মিছিলে বিএনপির কিছু নেতা-কর্মী অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে কিছুক্ষণ অবস্থান নেন।
কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান মশাল মিছিলে নেতৃত্ব দেন।
মশাল মিছিলে অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, পৌর যুবদলের সদস্যসচিব আবু তাহের প্রধান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিবুল আলম ব্যাপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলনসহ দলের নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘আগামীকাল রোববার সকাল থেকে দুই দিনব্যাপী হরতালের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। আন্দোলনকে বেগবান করতে নেতা-কর্মীরা দলবলে এসেছে।’
মাওনা হাইওয়ে থানার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মশাল মিছিলের বিষয়টি শুনেছি। পুলিশের উপস্থিত পেয়ে ওরা মহাসড়ক ছেড়ে চলে যায়।’
বিএনপির ডাকা দুই দিনের হরতালের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর পৌর শহরের ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মশাল মিছিল করা হয়। মিছিলে বিএনপির কিছু নেতা-কর্মী অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে কিছুক্ষণ অবস্থান নেন।
কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান মশাল মিছিলে নেতৃত্ব দেন।
মশাল মিছিলে অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, পৌর যুবদলের সদস্যসচিব আবু তাহের প্রধান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিবুল আলম ব্যাপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলনসহ দলের নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘আগামীকাল রোববার সকাল থেকে দুই দিনব্যাপী হরতালের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। আন্দোলনকে বেগবান করতে নেতা-কর্মীরা দলবলে এসেছে।’
মাওনা হাইওয়ে থানার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মশাল মিছিলের বিষয়টি শুনেছি। পুলিশের উপস্থিত পেয়ে ওরা মহাসড়ক ছেড়ে চলে যায়।’
নারী শিক্ষার্থীকে অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেলের সব ক্লাস বর্জন করেছেন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ডিসিপ্লিনের শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে এ কথা জানান।
৮ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমি ড. ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেননি কেন? জুলাই ঘোষণাপত্র দেওয়া জনগণের অধিকার। সেই অধিকার কেড়ে নিলেন কেন? ছাত্ররা গত বছর ও এই বছরের প্রথমে ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলে আপনি তাদের ঘোষণাপত্র দিতে দেননি।’
১১ মিনিট আগেনওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে নিয়োগ স্থগিত ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আবেদনকারীরা।
১৫ মিনিট আগেকুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূঁইয়ার (৩৮) খণ্ডিত দুই হাত উদ্ধারের পর এবার দুই পায়ের চারটি টুকরো পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বালুয়াকান্দি পশ্চিমপাড়ায় মাইঠ্যা নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা থেকে টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট ছয়টি টুকরো উদ্ধার করা গেলেও এখনো মাথা ও মূল
১৯ মিনিট আগে