Ajker Patrika

যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে নয়ন শেখ (৩০) এক ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ধাওয়ার একপর্যায়ে নয়ন পুকুরে পরে গেলে সেখানেই তাঁকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। ঘটনার পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাওরাইদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি বেলদিয়া গ্রামের আবদুল শেখের ছেলে। 

কাওরাইদ গ্রামের তরুণ রানা নামের এক ব্যক্তি বলেন, 'গতকাল বিকেলে কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুই পক্ষ খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই হাতাহাতির ঘটনায় খেলোয়াড়দের একটি পক্ষ আরেক পক্ষকে দায়ী করে। পরে নয়ন শেখকে সুরাহার জন্য বলে তাঁরা। পরে নয়ন শেখ কাওরাইদ ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুল মীরের ছেলে অনুভবক (১৪) ডেকে তাঁর অফিস নিয়ে মারধর করে।' 

নয়ন শেখের বড় ভাই রতন শেখ বলেন, 'ওই ঘটনায় গতকাল সন্ধ্যার পর কাওরাইদ বাজার দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয় খায়রুল মীরের কর্মীরা। পরে রাত সাড়ে আটটার দিকে নয়নকে দলীর কার্যালয়ে প্রায় ঘণ্টা খানিক আটকে রাখে তারা। একপর্যায়ে দলের কার্যালয়ের ভেতরে তাঁর ওপর হামলা করে খায়রুলসহ তাঁর লোকজন। সেখান থেকে দৌড়ে পালানোর সময় নয়নকে ধাওয়া করে তাঁরা। ধাওয়ার পর পাশে রেলওয়ের একটি পুকুরে পড়ে গেলে সেখানে তাঁকে পিটিয়ে হত্যা করেন তারা।' 

তবে অভিযোগ প্রসঙ্গে জানতে যুবলীগ নেতা খায়রুল মীরের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে 'বিপ্লব' নামে এক ব্যক্তি ফোন ধরে বলেন, 'হত্যাকাণ্ডের সঙ্গে খায়রুল মীর বা তাঁর কোনো লোক জড়িত নয়। খায়রুল নিজেই হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।' 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখান পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের খোঁজ নেওয়া হচ্ছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত