Ajker Patrika

ফিল্ম আর্কাইভের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ফিল্ম আর্কাইভের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রতিষ্ঠার ৪৪ তম বার্ষিকী উদ্‌যাপন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এ উপলক্ষে আজ মঙ্গলবার বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠানটির আগারগাঁওয়ে আর্কাইভ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে ফিল্ম আর্কাইভ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, সোহানুর রহমান সোহান ও ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। 

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাখখারুল ইকবাল। 

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধের ঠিক তথ্যাবলি পরবর্তী প্রজন্মের মাঝে জাগরূক রাখতে ফিল্ম আর্কাইভের ভূমিকা অনন্য। চলচ্চিত্র হচ্ছে সময়ের প্রতিচ্ছবি। শত বছর পরের প্রজন্ম যাতে তাদের পূর্বসূরিদের জীবনাচরণ জানতে পারে, অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে, সে জন্য ফিল্ম আর্কাইভের গুরুত্ব অপরিসীম।’ 

অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা বিশ্বমানের ফিল্ম আর্কাইভ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, ‘আমাদের ফিল্ম আর্কাইভের বিশ্বমান আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে এনেছে।’ 

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১৭ মে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি অত্যাধুনিক ফিল্ম আর্কাইভ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০১৮ সালের পয়লা নভেম্বর ভবনটি উদ্বোধন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত