ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বহির্বিভাগে থেকে চার কার্টন সরকারি ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। তাঁর নাম ফরহাদ হোসেন (৪৪)। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এ বিষয়ে আনসার সদস্য ওমর ফারুক বলেন, ‘বহির্বিভাগে ডিউটির সময় দুপুরে ওই ব্যক্তিকে বড় একটি ব্যাগ কাঁধে নিয়ে বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাঁকে ডাক দিলে তিনি দ্রুত হাসপাতালের বাইরের দিকে যেতে থাকেন। আমিও দ্রুত গিয়ে তাঁকে ধরে ফেলি এবং ব্যাগের মধ্যে ইনজেকশনের কার্টন দেখতে পাই। পরে তাঁকে হাসপাতালের পরিচালকের কক্ষে নেওয়া হয়।’
অভিযুক্ত ফরহাদ হোসেন জানান, তিনি হাসপাতালের কেউ না। তিনি তাঁর স্ত্রীর অসুস্থতার কারণে হাসপাতালের ২২০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবয় সুমনের কাছে এসেছিলেন জ্বরের ওষুধ নিতে। পরে ওয়ার্ডবয় সুমন চার কার্টন ওষুধ তাঁর ব্যাগের ভেতরে দিয়ে বাইরে নিতে বলেন। তবে বাইরে বের হওয়ার আগেই আনসার সদস্যরা ধরে ফেলে।
ফরহাদ হোসেন আরও জানান, তাঁর বাসা রাজধানীর লালবাগের শ্মশানঘাট এলাকায়। তিনি বলেন, ‘এর আগে অনেকবার হাসপাতালে এসেছি, তবে এ রকম ঘটনার সম্মুখীন হইনি।’
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওয়ার্ডবয় সুমন বলেন, ‘আমি ২২০ নম্বর সার্জারি ওয়ার্ডে ডিউটি করি। ফরহাদ আমার পূর্বপরিচিত। তবে এই প্রথম তাঁর কাছে আমি দুই কার্টন ডিস্টিলড ওয়াটার দিয়েছি। আর দুই কার্টন কোথায় পেয়েছে আমার জানা নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম উদ্দিন বলেন, ‘দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে চার কার্টন ডিস্টিলড ওয়াটারসহ ফরহাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফরহাদ জানিয়েছে, ২২০ নম্বর ওয়ার্ডে পূর্বপরিচিত সুমন তাঁকে এগুলো দিয়েছে। তবে ২২০ নম্বর ওয়ার্ডে গিয়ে সুমনকে পাওয়া যায়নি। পরিচালক মহোদয় এর ব্যবস্থা নেবেন।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বহির্বিভাগে থেকে চার কার্টন সরকারি ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। তাঁর নাম ফরহাদ হোসেন (৪৪)। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এ বিষয়ে আনসার সদস্য ওমর ফারুক বলেন, ‘বহির্বিভাগে ডিউটির সময় দুপুরে ওই ব্যক্তিকে বড় একটি ব্যাগ কাঁধে নিয়ে বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাঁকে ডাক দিলে তিনি দ্রুত হাসপাতালের বাইরের দিকে যেতে থাকেন। আমিও দ্রুত গিয়ে তাঁকে ধরে ফেলি এবং ব্যাগের মধ্যে ইনজেকশনের কার্টন দেখতে পাই। পরে তাঁকে হাসপাতালের পরিচালকের কক্ষে নেওয়া হয়।’
অভিযুক্ত ফরহাদ হোসেন জানান, তিনি হাসপাতালের কেউ না। তিনি তাঁর স্ত্রীর অসুস্থতার কারণে হাসপাতালের ২২০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবয় সুমনের কাছে এসেছিলেন জ্বরের ওষুধ নিতে। পরে ওয়ার্ডবয় সুমন চার কার্টন ওষুধ তাঁর ব্যাগের ভেতরে দিয়ে বাইরে নিতে বলেন। তবে বাইরে বের হওয়ার আগেই আনসার সদস্যরা ধরে ফেলে।
ফরহাদ হোসেন আরও জানান, তাঁর বাসা রাজধানীর লালবাগের শ্মশানঘাট এলাকায়। তিনি বলেন, ‘এর আগে অনেকবার হাসপাতালে এসেছি, তবে এ রকম ঘটনার সম্মুখীন হইনি।’
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওয়ার্ডবয় সুমন বলেন, ‘আমি ২২০ নম্বর সার্জারি ওয়ার্ডে ডিউটি করি। ফরহাদ আমার পূর্বপরিচিত। তবে এই প্রথম তাঁর কাছে আমি দুই কার্টন ডিস্টিলড ওয়াটার দিয়েছি। আর দুই কার্টন কোথায় পেয়েছে আমার জানা নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম উদ্দিন বলেন, ‘দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে চার কার্টন ডিস্টিলড ওয়াটারসহ ফরহাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফরহাদ জানিয়েছে, ২২০ নম্বর ওয়ার্ডে পূর্বপরিচিত সুমন তাঁকে এগুলো দিয়েছে। তবে ২২০ নম্বর ওয়ার্ডে গিয়ে সুমনকে পাওয়া যায়নি। পরিচালক মহোদয় এর ব্যবস্থা নেবেন।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে