Ajker Patrika

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা করেছেন তাঁর স্ত্রী ইসরাত জাহান। আজ বুধবার ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতে এই মামলা দায়ের করেন।

বিচারক বেগম কানিজ তানিয়া রূপা মামলাটি গ্রহণ করে আলামিনকে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। এ নিয়ে আল-আমিনের বিরুদ্ধে তিনটি মামলা করলেন স্ত্রী ইসরাত জাহান।

মামলার অভিযোগে বলা হয়, আল-আমিন পরকীয়ায় আসক্তির কারণে তার দুই সন্তান ও স্ত্রীকে লেখাপড়া ও ভরণপোষণ প্রদান করেন না। একজন নারীর সঙ্গে তোলা ছবি ইসরাত জাহানকে পাঠিয়ে তার সঙ্গে সংসার করবে না বলে জানান। তারপর থেকে দুই বছর ধরে কোনো প্রকার খোঁজ নেন না। আল আমিন তাঁর বাবা-মার কুপরামর্শে তাঁকে একতরফা তালাক দেন যা আদতে কার্যকর নয়। তালাকের সংবাদ পেয়ে তাঁর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। আল-আমিন ছাড়া তাদের সংসার জীবন অন্তঃসারশূন্য। এমতাবস্থায় তিনি দাম্পত্য জীবন পুনরুদ্ধার চেয়েছেন মামলায়।

উল্লেখ্য, এর আগে আল আমিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতার অভিযোগে দুটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত