কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে সৈয়দ পরিবারের ভাই-বোনের দ্বন্দ্বে সদর উপজেলায় কর্শাকড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও গোলাগুলির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয় বলে (এমপি লিপি-সমর্থিত) একাংশের নেতা-কর্মীদের দাবি।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাগুলির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সরেজমিন জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের অফিসটিতে তিনটি তালা ঝোলানো। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম মতবিনিময় সভা করেন কর্শাকড়িয়াল ইউনিয়নে। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ স্বতন্ত্র প্রার্থী সমর্থিত অংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে ইউপি আওয়ামী লীগের অফিসে নেতা-কর্মীরা ঢুকতে গেলে অফিসটি তালাবদ্ধ পান। তালার চাবি সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপির সমর্থকদের কাছে চেয়ে না পেয়ে বাগ্বিতণ্ডায় জড়ায় উভয় পক্ষ। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা তালা ভেঙে অফিসে প্রবেশ করেন বলে জানান তাঁরা।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘একটি দুষ্কৃতকারী চক্র পরিবেশকে ঘোলাটে করতে চাচ্ছে, যারা আওয়ামী লীগের কোনো পর্যায়েরই নেতা-কর্মী না। ওই চক্রটি কয়েক দিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে তালার চাবি দিচ্ছে না। আমি চাবি আনিয়ে তালা খুলে অফিসে বসি। ওই দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলাম তখন দানাপাটুলী ইউনিয়নে ছিলেন।’
স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, ‘যখন কর্শাকড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগ অফিস তালা বন্ধ দেখি, তখন আমি দানাপাটুলী ইউনিয়নে চলে যাই–নির্বাচন পরবর্তী গণসংযোগ ও মতবিনিময় সভা করতে।’
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’ আর কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপির মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
এদিকে দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কর্শাকড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের (এমপি-সমর্থিত) একাংশের নেতা-কর্মীরা মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘শহর থেকে ক্যাডার বাহিনী নিয়ে এসে পিস্তল, রামদা দিয়ে আমাদের ওপর আক্রমণ করেছে। আক্রমণ করে আওয়ামী লীগ অফিস ও যুবলীগ নেতার দোকানপাট ভাঙচুর করেছে। এমপি জাকিয়া নূর লিপি কী দোষ করেছিল? তাঁর ছবি নামিয়ে ভাঙচুর করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।’
কিশোরগঞ্জে সৈয়দ পরিবারের ভাই-বোনের দ্বন্দ্বে সদর উপজেলায় কর্শাকড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও গোলাগুলির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয় বলে (এমপি লিপি-সমর্থিত) একাংশের নেতা-কর্মীদের দাবি।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাগুলির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সরেজমিন জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের অফিসটিতে তিনটি তালা ঝোলানো। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম মতবিনিময় সভা করেন কর্শাকড়িয়াল ইউনিয়নে। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ স্বতন্ত্র প্রার্থী সমর্থিত অংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে ইউপি আওয়ামী লীগের অফিসে নেতা-কর্মীরা ঢুকতে গেলে অফিসটি তালাবদ্ধ পান। তালার চাবি সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপির সমর্থকদের কাছে চেয়ে না পেয়ে বাগ্বিতণ্ডায় জড়ায় উভয় পক্ষ। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা তালা ভেঙে অফিসে প্রবেশ করেন বলে জানান তাঁরা।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘একটি দুষ্কৃতকারী চক্র পরিবেশকে ঘোলাটে করতে চাচ্ছে, যারা আওয়ামী লীগের কোনো পর্যায়েরই নেতা-কর্মী না। ওই চক্রটি কয়েক দিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে তালার চাবি দিচ্ছে না। আমি চাবি আনিয়ে তালা খুলে অফিসে বসি। ওই দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলাম তখন দানাপাটুলী ইউনিয়নে ছিলেন।’
স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, ‘যখন কর্শাকড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগ অফিস তালা বন্ধ দেখি, তখন আমি দানাপাটুলী ইউনিয়নে চলে যাই–নির্বাচন পরবর্তী গণসংযোগ ও মতবিনিময় সভা করতে।’
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’ আর কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপির মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
এদিকে দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কর্শাকড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের (এমপি-সমর্থিত) একাংশের নেতা-কর্মীরা মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘শহর থেকে ক্যাডার বাহিনী নিয়ে এসে পিস্তল, রামদা দিয়ে আমাদের ওপর আক্রমণ করেছে। আক্রমণ করে আওয়ামী লীগ অফিস ও যুবলীগ নেতার দোকানপাট ভাঙচুর করেছে। এমপি জাকিয়া নূর লিপি কী দোষ করেছিল? তাঁর ছবি নামিয়ে ভাঙচুর করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে