Ajker Patrika

শিক্ষাকে বাণিজ্য নয় ভিশন হিসেবে দেখতে চাই: স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৩: ০৮
শিক্ষাকে বাণিজ্য নয় ভিশন হিসেবে দেখতে চাই: স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন

শিক্ষাকে বাণিজ্য নয়, ভিশন হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতারা। আর এর জন্য পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ জরুরি বলেও জানান তাঁরা।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধান, শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাঁরা।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়ক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম লিখিত বক্তব্যে ৮ দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবির মধ্যে রয়েছে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা, ঈদের আগে উৎসব ভাতা প্রদান, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ করা, বোর্ড কর্তৃক অ্যাফিলিয়েশন প্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, সব শিক্ষা প্রশাসন ও প্রতিষ্ঠান থেকে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাহার করা, বিনা মূল্যে শিক্ষার্থীদের টিফিন ও শিক্ষা উপকরণ প্রদান, শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা করা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যাপ্ত বরাদ্দ দেওয়া এবং ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

মো. শাহজাহান আলম বলেন, ‘আমরা জানি পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারও পক্ষে সম্ভব নয়। এ জন্য আমরা শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে জাতীয়করণের বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিকে সরকার গুরুত্ব না দিলে কঠোর আন্দোলনে যাব।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মো. সাজিদুল ইসলাম, সহসভাপতি মেহেরুন্নেসা, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি মোনতাজ উদ্দিন মর্তুজাসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতাকে মারধর বর্তমান সভাপতির

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

সাংবাদিককে নির্যাতন: সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত

রাকসু নির্বাচন: প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

নেপালের সামনে ভারতবিরোধী মনোভাব ও হিন্দুত্ববাদের জটিল সমীকরণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত