ঢাবি সংবাদদাতা
রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেইফ এক্সিট (নিরাপদে দেশ ছাড়া) দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিসহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
আজ রোববার দুপুর পৌনে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ঘেরাওয়ের উদ্দেশে যাত্রা করে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। তবে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে সেখানেই তাদের কর্মসূচি শেষ হয়।
ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো, জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ এবং সরকারের পক্ষ থেকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ প্রকাশ; সব পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা; চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র–জনতার ওপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনা; যেসব আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদদ দিচ্ছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।
ঘেরাওয়ের উদ্দেশে যাত্রা করার আগে রাজু ভাস্কর্যে ইনকিলাব মঞ্চের নেতারা চট্টগ্রামে নেভি কনভেনশন হলে আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যার আসামিদের নিরাপত্তা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এই আচরণ জুলাইয়ের অভ্যুত্থানের শহীদ ও আহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি বলেন, আমরা আওয়ামী লীগের বিচার চেয়েছি। আপনারা তা করেননি। এখন সন্ত্রাসের জন্য অনুতপ্ত না হয়ে হরতাল ডাকে। নৌবাহিনী গতকাল রাতে ৬২৬ জন সন্ত্রাসীকে নিরাপত্তা দিয়েছে। নৌবাহিনী জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কীভাবে খুনিদের নিরাপত্তা দেওয়ার সাহস করে? শুধু নিরাপত্তায় দেয়নি নিরপত্তা দিতে গিয়ে ছাত্রজনতাকে মেরে রক্তাক্ত করেছে তারা।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যা কিছুই হোক আমরা এখন থেকে আমরা এই সুশীল সরকারের বিরুদ্ধে দাঁড়াব!’
বিক্ষোভ মিছিলে নেতা–কর্মীদের ‘জাগো জাগো জনতা, প্রশ্ন কর ক্ষমতা’, ‘কত টাকা খাইছে নেভি, জবাব দে তাড়াতাড়ি’, ‘প্রশাসন শুদ্ধ কর, পুলিশের বিচার কর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেইফ এক্সিট (নিরাপদে দেশ ছাড়া) দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিসহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
আজ রোববার দুপুর পৌনে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ঘেরাওয়ের উদ্দেশে যাত্রা করে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। তবে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে সেখানেই তাদের কর্মসূচি শেষ হয়।
ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো, জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ এবং সরকারের পক্ষ থেকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ প্রকাশ; সব পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা; চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র–জনতার ওপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনা; যেসব আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদদ দিচ্ছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।
ঘেরাওয়ের উদ্দেশে যাত্রা করার আগে রাজু ভাস্কর্যে ইনকিলাব মঞ্চের নেতারা চট্টগ্রামে নেভি কনভেনশন হলে আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যার আসামিদের নিরাপত্তা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এই আচরণ জুলাইয়ের অভ্যুত্থানের শহীদ ও আহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি বলেন, আমরা আওয়ামী লীগের বিচার চেয়েছি। আপনারা তা করেননি। এখন সন্ত্রাসের জন্য অনুতপ্ত না হয়ে হরতাল ডাকে। নৌবাহিনী গতকাল রাতে ৬২৬ জন সন্ত্রাসীকে নিরাপত্তা দিয়েছে। নৌবাহিনী জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কীভাবে খুনিদের নিরাপত্তা দেওয়ার সাহস করে? শুধু নিরাপত্তায় দেয়নি নিরপত্তা দিতে গিয়ে ছাত্রজনতাকে মেরে রক্তাক্ত করেছে তারা।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যা কিছুই হোক আমরা এখন থেকে আমরা এই সুশীল সরকারের বিরুদ্ধে দাঁড়াব!’
বিক্ষোভ মিছিলে নেতা–কর্মীদের ‘জাগো জাগো জনতা, প্রশ্ন কর ক্ষমতা’, ‘কত টাকা খাইছে নেভি, জবাব দে তাড়াতাড়ি’, ‘প্রশাসন শুদ্ধ কর, পুলিশের বিচার কর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
খাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৬ মিনিট আগেবাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।
২০ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে জাকু মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৯ মিনিট আগেকিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে