হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে কৃষকের গোয়ালে কোরবানির জন্য প্রস্তুত ২৫ মণ ওজনের ‘টাইগার’। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে টাইগারের দেখাশোনা করেন কৃষক আব্দুল রাজ্জাক ও তার স্ত্রী শেফালী বেগম। ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। তাঁদের দাবি এটি উপজেলার সবচেয়ে বড় গরু। টাইগারকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
লাল রঙের শাহীওয়াল জাতের ৪০ মাস বয়সী ষাঁড়টিকে শখের বসেই নাম রেখেছেন ‘টাইগার’। নামটিও রাখা আদর করে। ২৫ মণ ওজনের ‘টাইগার’কে বিক্রির জন্য ১৫ লাখ টাকা চাইছেন রাজ্জাক।
রাজ্জাকের স্ত্রী শেফালী বেগম বলেন, ‘এক বছর ধরে প্রতি মাসে টাইগারের পেছনে আমার ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’
খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা ছাঁটাই ছিল। এ ছাড়া ছোলা, পায়রা, খড়, ভুসি, তাজা ঘাস, ভুট্টা ছিল। কোনো ধরনের ভেজাল (রাসায়নিক খাবার) খাওয়ানো হয়নি।
রাজ্জাক বলেন, ‘টাইগারকে প্রতিদিন ১ হাজার টাকার খাবার খাওয়াই। গত কোরবানি ঈদের ৪ দিন আগে ৪ লাখ পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি। নিয়ম করে দুই বেলা শ্যাম্পু দিয়ে টাইগারকে গোসল করানো হয়। টাইগারের মেজাজ ঠান্ডা রাখতে বাতাস করা হয় বড় দুটি ফ্যান দিয়ে। টাইগারকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় জমান বিভিন্ন এলাকার মানুষ। আজ রাতে ঢাকার গাবতলি হাটে নিয়ে যাব টাইগারকে।’
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম বলেন, ‘উপজেলার বড় ষাঁড়টি ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবে খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’
মানিকগঞ্জের হরিরামপুরে কৃষকের গোয়ালে কোরবানির জন্য প্রস্তুত ২৫ মণ ওজনের ‘টাইগার’। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে টাইগারের দেখাশোনা করেন কৃষক আব্দুল রাজ্জাক ও তার স্ত্রী শেফালী বেগম। ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। তাঁদের দাবি এটি উপজেলার সবচেয়ে বড় গরু। টাইগারকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
লাল রঙের শাহীওয়াল জাতের ৪০ মাস বয়সী ষাঁড়টিকে শখের বসেই নাম রেখেছেন ‘টাইগার’। নামটিও রাখা আদর করে। ২৫ মণ ওজনের ‘টাইগার’কে বিক্রির জন্য ১৫ লাখ টাকা চাইছেন রাজ্জাক।
রাজ্জাকের স্ত্রী শেফালী বেগম বলেন, ‘এক বছর ধরে প্রতি মাসে টাইগারের পেছনে আমার ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’
খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা ছাঁটাই ছিল। এ ছাড়া ছোলা, পায়রা, খড়, ভুসি, তাজা ঘাস, ভুট্টা ছিল। কোনো ধরনের ভেজাল (রাসায়নিক খাবার) খাওয়ানো হয়নি।
রাজ্জাক বলেন, ‘টাইগারকে প্রতিদিন ১ হাজার টাকার খাবার খাওয়াই। গত কোরবানি ঈদের ৪ দিন আগে ৪ লাখ পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি। নিয়ম করে দুই বেলা শ্যাম্পু দিয়ে টাইগারকে গোসল করানো হয়। টাইগারের মেজাজ ঠান্ডা রাখতে বাতাস করা হয় বড় দুটি ফ্যান দিয়ে। টাইগারকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় জমান বিভিন্ন এলাকার মানুষ। আজ রাতে ঢাকার গাবতলি হাটে নিয়ে যাব টাইগারকে।’
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম বলেন, ‘উপজেলার বড় ষাঁড়টি ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবে খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে