Ajker Patrika

সিএসবি নিউজের সম্প্রচারে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিএসবি নিউজের সম্প্রচারে বাধা নেই: হাইকোর্ট

সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএসবির সম্প্রচার বাতিল করে দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফাইয়াজ কাদের চৌধুরীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। 

এর ফলে সিএসবি চ্যানেল সম্প্রচারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। 

এক এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সিএসবির সম্প্রচারে অনাপত্তি বাতিল করে তথ্য মন্ত্রণালয় চিঠি দেয়। পাশাপশি বিটিআরসিও দুটি চিঠি দেয়। ওই তিনটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ)। ২০০৯ সালে হাইকোর্ট রুল জারি করেন। 

সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর ওই তিনটি চিঠির কার্যক্রম স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করা হয়। সেই আবেদেনর শুনানি করে আজ সোমবার হাইকোর্ট ওই চিঠিগুলোর কার্যক্রম স্থগিত করেন। 

ফাইয়াজ কাদের চৌধুরী প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর) বড় ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত