Ajker Patrika

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২১, ১০: ৩৯
নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

বন্দর (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুদুর রহমান (৪৫) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের সিএসডি খাদ্য গোডাউনের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে বন্দর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নিহত নিরাপত্তাকর্মী মাসুদুর রহমান বরিশাল জেলার সদর থানার কাশিপুর এলাকার মৃত সাইদুর রহমান মুন্সির ছেলে। এ ঘটনায় শুক্রবার বিকেলে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন নিহত মাসুদুর রহমানের ভাগনে সোয়েব আহাম্মেদ।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি চন্দ্র সাহা বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনায় পরিবার ও খাদ্য গোডাউন কর্তৃপক্ষের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত