Ajker Patrika

বাস ছাড়া সবই সচল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ জুন ২০২১, ১২: ৫৭
বাস ছাড়া সবই সচল

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে রিকশা ছাড়া সব ধরনের পরিবহন বন্ধ করে আজ থেকে তিন দিন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে এই বিধিনিষেধ উপেক্ষা করে সড়কে বাস ছাড়া সবই চলছে। ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ সব যানবাহনই চলতে দেখা গেছে।

সোমবার সকালে রাজধানীর উত্তর বাড্ডা, নতুনবাজার, মেরুল, গুলশানসহ কয়েকটি এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। সরকারের বিধিনিষেধের প্রজ্ঞাপনে বলা হয়, শুধু রিকশা ও পণ্যবাহী যানবাহন চলবে।
 
সকাল সাড়ে ১০টায় উত্তর বাড্ডার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মতিঝিল যাওয়ার উদ্দেশে একটি ব্যক্তিগত গাড়ির চালক যাত্রী খুঁজছেন। বিধিনিষেধ উপেক্ষা করে কেন সড়কে—জানতে চাইলে ওই চালক বলেন, `অনেকে অফিসে যাইতে পারে না বাস নাই। তাই কম ভাড়ায় যাত্রী নিচ্ছি। মানুষের উপকার হচ্ছে। আমারও কিছু টাকা আসছে।' এর আগে সকালে আবদুল্লাহপুর থেকে চারজন নিয়ে বাড্ডায় আসেন বলে জানিয়েছেন তিনি।

নতুনবাজার বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষায় সিএনজিচালিত অটোরিকশার চালক দিদার বলেন, `এসব লকডাউন দিয়া কী হইব? সরকার কি যারা অফিস যাইব হ্যাগো গাড়ি দিছে?'

সরকারের এই বিধিনিষেধে দোকানপাট, মার্কেট বন্ধ থাকার কথা থাকলেও বিভিন্ন মহল্লায় গড়ে ওঠা কাপড়ের দোকানগুলো খোলা থাকতে দেখা গেছে। এ ছাড়া বিনা প্রয়োজনে অলিগলিতে, চায়ের দোকানে আড্ডা জমাতেও দেখা গেছে অনেককে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত