Ajker Patrika

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নুরবাগ সিএনজি স্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ৬২ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার আদর্শনগর এলাকার বাসিন্দা রাশেদ আহম্মেদ হৃদয় (৪০) ও রহিম আহম্মেদ সাগর (৩০)। তাঁরা সম্পর্কে আপন ভাই।

অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উভয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁরা বালুর ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্রের ব্যবসা করতেন। এলাকায় নিজেদের বাহিনী গড়ে তুলে প্রভাব বিস্তার করতেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

তারিক আল মেহেদী আরও বলেন, ‘আসামিরা বেশ কিছুদিন ধরেই আত্মগোপনে ছিলেন। আজ এলাকাবাসী তাঁদের আটক করে আমাদের খবর দেন। পরে আমরা তাঁদের গ্রেপ্তার করেছি। দুজনের কাছ থেকে একটি ৬২ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত