নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হোলি আর্টিজানে হামলায় অস্ত্রের পাশাপাশি বোমাও ব্যবহার করে-ছিলেন জঙ্গিরা। সেই বোমার অবিকল প্রতিরূপের ওপর স্ক্যানার মেশিন বসালেই ভয়াবহ সেই ঘটনার আদ্যোপান্ত স্ক্রিনে ভেসে উঠবে। কোন জঙ্গি সংগঠন হামলা করেছে, কে কে অংশ নিয়েছেন, কতজন গ্রেপ্তার হয়েছেন, কী ধরনের অস্ত্র ও বোমা ব্যবহার করা হয়েছে—সবই।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা এমন একটি ডিজিটাল সংগ্রহশালা তৈরি করেছেন, যার নাম বোমার ডিজিটাল তথ্যভান্ডার। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)-এর সদস্যরা সেটা পরিদর্শনও করেছেন।
সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ায়ও এটা সবচেয়ে বড় বোমা ডেটাসেন্টার।
বুধবার ডেটাসেন্টারটি ঘুরে দেখা গেল, এতে মোট ছয়টি সেকশন রয়েছে। এর একটি হলো বোমা সংগ্রহশালা। প্রতিটি ঘটনার সঙ্গে মিল রেখে একটি করে বোমার প্রতিরূপ বানানো হয়েছে। সেই প্রতিরূপের ওপর স্ক্যানার ধরলেই পাশে রাখা বড় মনিটরে বিস্ফোরণের পূর্বে ও পরে ঘটনাস্থল থেকে আলামতের নমুনা, প্রকৃতি, প্রতিরূপ, বিশ্লেষণ, নিষ্ক্রিয়করণের কৌশল ও জঙ্গিসংশ্লিষ্টতা সংক্রান্ত ছবি ভেসে উঠছে। দেয়ালে কাঠের র্যাকে বোম ও আইইডির জন্য ৬১টি অবিকল প্রতিরূপ তৈরি করা হয়েছে। সেখানে সাজানো আছে হোলি আর্টিজান, সীতাকুণ্ড, তাজিয়া মিছিল, নারায়ণগঞ্জ পুলিশ বক্স, মৌলভীবাজার জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা বোমার নমুনা।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সূত্র বলছে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে ৭৬ ধরনের বোমা শনাক্ত করা গেছে। ২০০০ সালের পর থেকে গত ২০ বছরে বিভিন্ন হামলায় ৬১ ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। বোমাগুলোর মধ্যে এক্সপ্রেস সফটওয়্যার, গ্যাস ক্যান ইআইডি, ককটেল, হ্যান্ড গ্রেনেড, মাইন লাইক গ্রেনেডও রয়েছে।
দেশের জঙ্গি সংগঠনগুলোর মধ্যে তিনটি সংগঠন হামলার ক্ষেত্রে বোমা বা গ্রেনেড ব্যবহার করে। হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি), জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) আর নব্য জেএমবি। তবে বিভিন্ন সময় আনসার আল ইসলাম বোমা হামলার পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি।
কাউন্টার টেররিজমের বোমা নিষ্ক্রিয় ইউনিটের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ চৌধুরী আজকের পত্রিকা বলেন, রাস্তায় পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি আসলেই বোমা কি না, তা নিশ্চিত করা যাবে এখন থেকে। এ জন্য বোমাসদৃশ বস্তুটির ছবি তুলে যে কেউ বোমা ডেটাসেন্টারে পাঠাতে পারবেন। সেই ছবি বিশ্লেষণ করে মুহূর্তেই বিস্তারিত তথ্য জানানো যাবে। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের পৌঁছানোর আগপর্যন্ত কী করতে হবে, সেটাও বলে দেওয়া হবে।
সিটিটিসি বোম নিষ্ক্রিয়করণ ইউনিটের এই কর্মকর্তা বলেন, ২০০৬ সালে বোম ডিসপোজাল ইউনিট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় দুই হাজার বোমা উদ্ধার করা হয়েছে। প্রতিদিন সারা দেশ থেকে বোমাসংক্রান্ত ১০ থেকে ১২টি ফোনকল আসে।
বোমা নিষ্ক্রিয় ইউনিটের ৩৮ জন সদস্য আছেন। দেশের যেকোনো প্রান্ত থেকে বোমা সম্পর্কীয় বিষয় নিয়ে কর্মঘণ্টা ভাগ করে ২৪ ঘণ্টা সাত দিনই কাজ করবে। এই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে বিশেষ একটি সফটওয়্যার।
হোলি আর্টিজানে হামলায় অস্ত্রের পাশাপাশি বোমাও ব্যবহার করে-ছিলেন জঙ্গিরা। সেই বোমার অবিকল প্রতিরূপের ওপর স্ক্যানার মেশিন বসালেই ভয়াবহ সেই ঘটনার আদ্যোপান্ত স্ক্রিনে ভেসে উঠবে। কোন জঙ্গি সংগঠন হামলা করেছে, কে কে অংশ নিয়েছেন, কতজন গ্রেপ্তার হয়েছেন, কী ধরনের অস্ত্র ও বোমা ব্যবহার করা হয়েছে—সবই।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা এমন একটি ডিজিটাল সংগ্রহশালা তৈরি করেছেন, যার নাম বোমার ডিজিটাল তথ্যভান্ডার। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)-এর সদস্যরা সেটা পরিদর্শনও করেছেন।
সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ায়ও এটা সবচেয়ে বড় বোমা ডেটাসেন্টার।
বুধবার ডেটাসেন্টারটি ঘুরে দেখা গেল, এতে মোট ছয়টি সেকশন রয়েছে। এর একটি হলো বোমা সংগ্রহশালা। প্রতিটি ঘটনার সঙ্গে মিল রেখে একটি করে বোমার প্রতিরূপ বানানো হয়েছে। সেই প্রতিরূপের ওপর স্ক্যানার ধরলেই পাশে রাখা বড় মনিটরে বিস্ফোরণের পূর্বে ও পরে ঘটনাস্থল থেকে আলামতের নমুনা, প্রকৃতি, প্রতিরূপ, বিশ্লেষণ, নিষ্ক্রিয়করণের কৌশল ও জঙ্গিসংশ্লিষ্টতা সংক্রান্ত ছবি ভেসে উঠছে। দেয়ালে কাঠের র্যাকে বোম ও আইইডির জন্য ৬১টি অবিকল প্রতিরূপ তৈরি করা হয়েছে। সেখানে সাজানো আছে হোলি আর্টিজান, সীতাকুণ্ড, তাজিয়া মিছিল, নারায়ণগঞ্জ পুলিশ বক্স, মৌলভীবাজার জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা বোমার নমুনা।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সূত্র বলছে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে ৭৬ ধরনের বোমা শনাক্ত করা গেছে। ২০০০ সালের পর থেকে গত ২০ বছরে বিভিন্ন হামলায় ৬১ ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। বোমাগুলোর মধ্যে এক্সপ্রেস সফটওয়্যার, গ্যাস ক্যান ইআইডি, ককটেল, হ্যান্ড গ্রেনেড, মাইন লাইক গ্রেনেডও রয়েছে।
দেশের জঙ্গি সংগঠনগুলোর মধ্যে তিনটি সংগঠন হামলার ক্ষেত্রে বোমা বা গ্রেনেড ব্যবহার করে। হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি), জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) আর নব্য জেএমবি। তবে বিভিন্ন সময় আনসার আল ইসলাম বোমা হামলার পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি।
কাউন্টার টেররিজমের বোমা নিষ্ক্রিয় ইউনিটের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ চৌধুরী আজকের পত্রিকা বলেন, রাস্তায় পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি আসলেই বোমা কি না, তা নিশ্চিত করা যাবে এখন থেকে। এ জন্য বোমাসদৃশ বস্তুটির ছবি তুলে যে কেউ বোমা ডেটাসেন্টারে পাঠাতে পারবেন। সেই ছবি বিশ্লেষণ করে মুহূর্তেই বিস্তারিত তথ্য জানানো যাবে। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের পৌঁছানোর আগপর্যন্ত কী করতে হবে, সেটাও বলে দেওয়া হবে।
সিটিটিসি বোম নিষ্ক্রিয়করণ ইউনিটের এই কর্মকর্তা বলেন, ২০০৬ সালে বোম ডিসপোজাল ইউনিট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় দুই হাজার বোমা উদ্ধার করা হয়েছে। প্রতিদিন সারা দেশ থেকে বোমাসংক্রান্ত ১০ থেকে ১২টি ফোনকল আসে।
বোমা নিষ্ক্রিয় ইউনিটের ৩৮ জন সদস্য আছেন। দেশের যেকোনো প্রান্ত থেকে বোমা সম্পর্কীয় বিষয় নিয়ে কর্মঘণ্টা ভাগ করে ২৪ ঘণ্টা সাত দিনই কাজ করবে। এই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে বিশেষ একটি সফটওয়্যার।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে