Ajker Patrika

জনগণকে সম্পৃক্ত করে এবারের বাজেট করার আহ্বান বিশ্লেষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনগণকে সম্পৃক্ত করে এবারের বাজেট করার আহ্বান বিশ্লেষকদের

প্রান্তিক মানুষ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও দরিদ্র জনগণের কথা বিবেচনা করে আসন্ন ২০২২-২৩ অর্থ বছরের বাজেট নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন বাজেট বিশ্লেষকেরা। আজ রোববার বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে ‘ডিজিটাল বাজেট হেল্প ডেস্ক’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। 

উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ সদস্যেদের জন্য এই হেল্প ডেস্কটি বিভিন্ন তথ্য ও উপাত্ত নিয়ে সাজানো থাকবে। এ ছাড়া হেল্প ডেস্কটি জনগণকেও বাজেটবিষয়ক তথ্য দেবে এবং তাদের বিভিন্ন মতামত দেওয়ারও জায়গা রাখবে। 

ডিজিটাল বাজেট ইনফরমেশন ডেস্কের নতুন সংযোজনে থাকছে সংসদ সদস্যদের ডেডিকেটেড হটলাইনের পাশাপাশি অন্যান্যদের জন্য একটি হটলাইন, খাতভিত্তিক বিশ্লেষণের ভিত্তিতে তৈরি বুকলেট, আমাদের সংসদ ওয়েবসাইটের মাধ্যমে সংসদ সদস্য ও নাগরিকদের মধ্যে মতবিনিময়ের মাধ্যম, কেমন বাজেট চাই শিরোনামে প্রাক–বাজেট সিরিজ সংলাপ, বাজেট প্রতিক্রিয়া ও বাজেট পরবর্তী  আলোচনা ও সংলাপ। 

মহামারি পরবর্তী সময় ভূরাজনৈতিক সংকট মোকাবিলা ও এসডিজি লক্ষ্যমাত্রাকে এবারের বাজেটে বিশেষ বিবেচনায় আনার কথা উল্লেখ করেন আলোচকেরা। এর সঙ্গে মূল্যস্ফীতিকে মাথায় রেখে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করার কথাও বলেন তারা। 

অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সমষ্টিগত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা, মানুষের কর্মসংস্থান ও নিম্নবিত্ত–মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতা সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 

এ সময় তিনি বাজেটবিষয়ক তথ্য সংরক্ষণের বিষয়ে নজর দেওয়ার কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘সংসদ সদস্যদের পাশাপাশি আমাদের সাইটটি জনগণকেও বাজেট সম্পর্কে তথ্য দেবে এবং তাদের মতামত নেবে। এখানে জনগণ তাদের চাওয়া ও মতামত লিখে জানাতে পারবেন।’ 

জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে বাজেট নিয়ে কাজ করার কথা উল্লেখ করে আতিউর রহমান বলেন, যত ভালো কাজই হোক না কেন, জনগণ না জানলে সেটা ভালো বলে গণ্য হয় না। ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করলে দক্ষতা বাড়বে। বাজেট নিয়ে তাদের বিভ্রান্তি দূর হবে। সরকারের সংসার হলো বাজেট। এই সংসার কীভাবে চলে, তা জনগণকে জানতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত