Ajker Patrika

সাভারে বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৪: ২৯
সাভারে বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

সাভারের নামাবাজার এলাকায় বংশী নদীর তীরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে বাজারের উত্তর ও দক্ষিণ প্রান্তে একসঙ্গে অভিযান শুরু করা হয়। দুটি এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে একের পর এক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সাভার নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নামাবাজার এলাকায় বংশী নদীর তীরে দুই সহস্রাধিক অবৈধ স্থাপনা রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা নদী ও নদীর তীর দখল করে এসব স্থাপনা গড়ে তুলেছেন। এর আগে স্থাপনা উচ্ছেদে বড় কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এবার উচ্চ আদালতের হস্তক্ষেপে জেলা ও উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, আজ সকাল থেকে বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে। সব কটি অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত