Ajker Patrika

গোসলের জায়গা না পেয়ে অযুখানায় টলে পড়ে মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
গোসলের জায়গা না পেয়ে অযুখানায় টলে পড়ে মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ইফতারের সময় শিবচরের পাঁচ্চর সোনার বাংলা প্লাজা সামনে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির শার্টের পকেটে একটি জন্ম নিবন্ধন কার্ড ছিল। সে অনুযায়ী ধারণা করা হচ্ছে তার নাম মাহমুদুল হাসান মিনুর। তিনি মাদারীপুর শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে এসে লোকটি মসজিদের পাশে গোসল করতে চায়। এ সময় গোসলের জায়গা না পেয়ে ওযুখানায় শরীরের পানি দিতে গিয়ে টলে পড়ে যায়। আশপাশের লোকজন এই অবস্থা দেখে স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসক ডেকে আনলে ততক্ষণে তার মৃত্যু হয়। স্থানীয়রা ধারণা করছেন, প্রচণ্ড গরমের কারণে হয়তো সে হিট স্ট্রোক করেছে। খবর পেয়ে শিবচর থানা-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

শিবচর থানার উপপরিদর্শক (এসআই) শোভন ভট্টাচার্য বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তিনি গোসল করতে চেয়েছিলেন। কিন্তু সে ব্যবস্থা না থাকায় ওযুখানায় গিয়ে শরীরে পানি দেওয়ার চেষ্টা করেছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। তার পকেটে একটি জন্ম নিবন্ধনের কপি রয়েছে। ওই ঠিকানা অনুযায়ী তার স্বজনদের জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লোকটি কি কারণে এখানে এসেছে তা জানা যায়নি। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত