Ajker Patrika

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কমলা পুকুরপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম শরিফ হোসেন (৩০)। উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আছর উদ্দিনের ছেলে। 

নিহতের স্বজনদের বরাতে দিয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, শরীফ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা সকালে মাইজপাড়া (কমলা পুকুরপাড়া) এলাকায় ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদ্যরা এসে লাশ শনাক্ত করে। 

রেলওয়ে স্টেশন মাস্টার আরও জানান, দেহ থেকে ১০০ গজ দূরে ওই যুবকের মাথা পড়েছিল। একটি হাত বিচ্ছিন্ন থাকলেও সেই হাত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় রেল লাইন পাড় হতে গিয়ে কোনো ট্রেনর নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীপুর স্টেশন মাস্টার শামীমা আক্তারের মাধ্যমে যুবকের খণ্ডিত লাশ পড়ে থাকার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত