Ajker Patrika

সিঙ্গাইরে বিসিএস উত্তীর্ণ দুই বোন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিঙ্গাইরে বিসিএস উত্তীর্ণ দুই বোন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

মানিকগঞ্জের সিঙ্গাইরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই বোন শিক্ষা ক‍্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

দুই বোন হলেন উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আশা মনি ও উম্মে সুলতানা উষা। তাঁরা ওই এলাকার মো. আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির সন্তান।

দুই বোনের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় বোন আশা মনি উপজেলার জয়মণ্ডপ উচ্চ বিদ‍্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১০ সালে সাভার ক‍্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯০ পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮তম ব‍্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত।

অপরদিকে ছোট বোন উম্মে সুলতানা উষা জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ‍্যালয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে ২০১১ সালে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পরীক্ষায় পাস করেন। সাভার মডেল কলেজ থেকে ২০১৩ সালে মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব‍্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এ বিষয়ে জানতে চাইলে আশা মনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-মায়ের সম্মান ভবিষ্যতে যাতে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি, সে জন্য সবার দোয়া চাই। আল্লাহ পাক সহায় হলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।’

আশা ও উষার বাবা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের সন্তানেরা আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আশা ও উষার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত