সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই বোন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
দুই বোন হলেন উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আশা মনি ও উম্মে সুলতানা উষা। তাঁরা ওই এলাকার মো. আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির সন্তান।
দুই বোনের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় বোন আশা মনি উপজেলার জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯০ পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত।
অপরদিকে ছোট বোন উম্মে সুলতানা উষা জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে ২০১১ সালে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পরীক্ষায় পাস করেন। সাভার মডেল কলেজ থেকে ২০১৩ সালে মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
এ বিষয়ে জানতে চাইলে আশা মনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-মায়ের সম্মান ভবিষ্যতে যাতে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি, সে জন্য সবার দোয়া চাই। আল্লাহ পাক সহায় হলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।’
আশা ও উষার বাবা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের সন্তানেরা আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আশা ও উষার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
মানিকগঞ্জের সিঙ্গাইরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই বোন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
দুই বোন হলেন উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আশা মনি ও উম্মে সুলতানা উষা। তাঁরা ওই এলাকার মো. আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির সন্তান।
দুই বোনের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় বোন আশা মনি উপজেলার জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯০ পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত।
অপরদিকে ছোট বোন উম্মে সুলতানা উষা জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে ২০১১ সালে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পরীক্ষায় পাস করেন। সাভার মডেল কলেজ থেকে ২০১৩ সালে মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
এ বিষয়ে জানতে চাইলে আশা মনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-মায়ের সম্মান ভবিষ্যতে যাতে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি, সে জন্য সবার দোয়া চাই। আল্লাহ পাক সহায় হলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।’
আশা ও উষার বাবা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের সন্তানেরা আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আশা ও উষার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
৮ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে