Ajker Patrika

আজ থেকে ১ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল, উত্তরা ও মতিঝিলে শেষ ট্রেন কখন জেনে নিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১১: ১৩
আজ থেকে ১ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল, উত্তরা ও মতিঝিলে শেষ ট্রেন কখন জেনে নিন 

আজ থেকে এক ঘণ্টা বেশি চলাচল করবে মেট্রোরেল। সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এম এ এন ছিদ্দিক বলেন, ‘আমরা মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজ আমরা সম্পন্ন করেছি। বুধবার থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলবে।’ 

তিনি আরও বলেন, ‘উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এত দিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে এত দিন সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।’ 

এমএএন ছিদ্দিক বলেন, ‘নতুন করে বাড়ানো এক ঘণ্টা সময়ে উভয় দিকেই মেট্রোরেল ১২ মিনিট পরপর চলাচল করবে। এ ছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।’ 

তিনি আরও জানান, তবে সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুটিতে এবং রাত ৯টার পর থেকে মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলগুলোতে শুধু এমআরটি র‍্যাপিড পাস ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন। এই বর্ধিত সময়ে আরও ১০ বার মেট্রোরেল চলাচল করবে। 

এতে দৈনিক ১৯৪ বার মেট্রোরেল চলাচল করবে এবং প্রতি ট্রেনে ২ হাজার ৩০৮ জন করে মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত