নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার রাস্তা অনুপাতে গাড়ির সংখ্যা বেশি হওয়ায় যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী। এর ওপর চলছে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রা। অন্যদিকে চলছে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চলমান।
আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি আর মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে শহরজুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।
বিএনপির পদযাত্রার কারণে দুপুরের আগে থেকেই মিরপুর ১০ থেকে ফার্মগেট অভিমুখে সব যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পাশাপাশি ১০ নম্বর গোলচত্বরের সব দিকেই তীব্র যানজট। শেওড়াপাড়া কাজীপাড়া পদযাত্রার ঠিক বিপরীত পাশেও তৈরি হয় যানজট।
ফার্মগটে এলাকায় কথা হয় কলেজ শিক্ষার্থী তৌসিফ আহমেদের সঙ্গে। তিনি বলেন, মিরপুর কাজী পাড়া থেকে বাসে উঠেছেন ফার্মগেটের উদ্দেশে। আগাঁরগাও পর্যন্ত ৫ মিনিটের রাস্তায় সময় লেগেছে প্রায় ৫০ মিনিট। পরে আগাঁরগাও থেকে হেঁটেই ফার্মগেটে এসেছেন তিনি।
পদযাত্রার প্রভাব শহরের বিভিন্ন এলাকায় পড়তে দেখা গেছে। আজকের পত্রিকার প্রতিবেদেকেরা জানিয়েছেন, সকাল সোয় ১০টায় হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু করে এফডিসি ঘাট পর্যন্ত প্রায় সব রাস্তায় যানজট ছিল। বেলা সাড়ে ১২টার দিকে তীব্র যানজট ছিল মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকায়।
জানা গেছে, সকাল থেকেই রাজধানী গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিকেল নাগাদ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পৌঁছে শেষ হয় এই কর্মসূচি।
অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ অভিমুখে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করছেন ক্ষমতাসীনেরা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা–কর্মীরা।
প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেসক্লাব-পল্টন ও গুলিস্তান এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। পুরানা পল্টন এলাকার বাসিন্দা নাজমুল হাসান জানান, তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানে কাজ করেন, আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে যানবাহন। ফলে বাসা থেকে শাহবাগ পর্যন্ত পুরো পথটা হাঁটতে হয়েছে।
ঢাকার রাস্তা অনুপাতে গাড়ির সংখ্যা বেশি হওয়ায় যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী। এর ওপর চলছে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রা। অন্যদিকে চলছে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চলমান।
আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি আর মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে শহরজুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।
বিএনপির পদযাত্রার কারণে দুপুরের আগে থেকেই মিরপুর ১০ থেকে ফার্মগেট অভিমুখে সব যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পাশাপাশি ১০ নম্বর গোলচত্বরের সব দিকেই তীব্র যানজট। শেওড়াপাড়া কাজীপাড়া পদযাত্রার ঠিক বিপরীত পাশেও তৈরি হয় যানজট।
ফার্মগটে এলাকায় কথা হয় কলেজ শিক্ষার্থী তৌসিফ আহমেদের সঙ্গে। তিনি বলেন, মিরপুর কাজী পাড়া থেকে বাসে উঠেছেন ফার্মগেটের উদ্দেশে। আগাঁরগাও পর্যন্ত ৫ মিনিটের রাস্তায় সময় লেগেছে প্রায় ৫০ মিনিট। পরে আগাঁরগাও থেকে হেঁটেই ফার্মগেটে এসেছেন তিনি।
পদযাত্রার প্রভাব শহরের বিভিন্ন এলাকায় পড়তে দেখা গেছে। আজকের পত্রিকার প্রতিবেদেকেরা জানিয়েছেন, সকাল সোয় ১০টায় হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু করে এফডিসি ঘাট পর্যন্ত প্রায় সব রাস্তায় যানজট ছিল। বেলা সাড়ে ১২টার দিকে তীব্র যানজট ছিল মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকায়।
জানা গেছে, সকাল থেকেই রাজধানী গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিকেল নাগাদ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পৌঁছে শেষ হয় এই কর্মসূচি।
অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ অভিমুখে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করছেন ক্ষমতাসীনেরা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা–কর্মীরা।
প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। ফলে অন্য রাস্তা ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপে প্রেসক্লাব-পল্টন ও গুলিস্তান এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। পুরানা পল্টন এলাকার বাসিন্দা নাজমুল হাসান জানান, তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানে কাজ করেন, আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে যানবাহন। ফলে বাসা থেকে শাহবাগ পর্যন্ত পুরো পথটা হাঁটতে হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৩ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৬ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে