Ajker Patrika

প্রবেশপত্র হাতে নিয়ে মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ১৬
প্রবেশপত্র হাতে নিয়ে মহাসড়ক অবরোধ

পরিবহন-সংকটে আটকে পড়ায় সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতকে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। পরীক্ষার প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ করেন এসব শিক্ষার্থী। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আকস্মিক বিক্ষোভে যোগ দেন রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরাও। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেন সাধারণ যাত্রীরাও। 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজে ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা সকাল থেকেই বিপাকে পড়েন। এতে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়ে যানবাহন।

ভর্তিচ্ছু শিক্ষার্থী মাহিদুল হাসান বলেন, `ভোরবেলায় ভর্তি পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে এসে কোনো গাড়ি পাইনি। আমার মতো অনেক মানুষের একই অবস্থা।' একপর্যায়ে দীর্ঘ সময় অবস্থানের পর ক্ষোভে ফেটে পড়ে তাঁরা নিজেরাই মহাসড়ক অবরোধ শুরু করেন।

গাইবান্ধা থেকে আগত রেজাউল চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়। রাজধানীর অদূরে সাভারে বন্ধুর বাসায় উঠেছিলেন। পথঘাটও তেমন চেনা নেই। আজকের পত্রিকাকে তিনি বলেন, `বাড়ি থেকে এসেছি দুই দিন হলো। চাকরির পরীক্ষা দিয়েই আবার বাড়ি চলে যাব। এত দিনের পরিশ্রম করে নেওয়া প্রস্তুতি কি রাস্তাতেই নষ্ট হয়ে যাবে? গাড়ি নেই, কিন্তু পরীক্ষা তো থেমে থাকবে না। অনেকে বিকল্প পথে বা বিকল্পভাবে পরীক্ষাকেন্দ্রে ছুটছেন, আমি তো রাস্তাও চিনি না ভালোমতো। আমাদের বিপদ থেকে উদ্ধার করার কি কেউ নেই?

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, `পরিবহন বন্ধ থাকায় আটকে পড়ার প্রতিবাদে শিক্ষার্থী ছাড়াও সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা আটকে পড়েছেন। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। পরে তাদের বিভিন্ন বাসে তুলে দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত