জবি প্রতিনিধি
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ডাকা শাটডাউন কর্মসূচিতে আজ মঙ্গলবারও স্থবির ছিল ক্যাম্পাস।
এদিন সকাল থেকে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। তালা ঝুলতে দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ একাডেমিক সাজিদ ভবন, আর্টস ফ্যাকাল্টি, বিজ্ঞান অনুষদের ভবনগুলোর ফটকে।
প্রশাসনিক ভবনের প্রধান ফটকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেওয়ায় যাতায়াতের জন্য পেছনের গেট ব্যবহার করছেন উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ কর্মকর্তা-কর্মচারীরা।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদুল হক বলেন, ‘শাটডাউন কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন, মেডিকেল সেন্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রশাসনিক ভবন চালু রয়েছে। আমরা আগামীকালের বৈঠকের অপেক্ষায় রয়েছি। বৈঠকটি ফলপ্রসূ হলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব, তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘সচিবালয় থেকে আমাদের যে দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছে এবং আমরা বলেছি, দাবি লিখিত আকারে না নেওয়া পর্যন্ত আমরা এই কমপ্লিট শাটডাউন চালিয়ে যাব। আমাদের দাবিগুলো মানতেই হবে, না মানার কোনো সুযোগ নেই।’
এর আগে গত রোববার তিন দাবিতে অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে গতকাল সোমবার সচিবালয়ের প্রধান ফটকে অনশন শুরু করেন তাঁরা। এদিন রাত ৮টা নাগাদ শিক্ষার্থীদের তিনটি দাবির দুটি মেনে নেওয়ার আশ্বাস দেয় মন্ত্রণালয়। পরে ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে আজ বুধবারের সভা থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ডাকা শাটডাউন কর্মসূচিতে আজ মঙ্গলবারও স্থবির ছিল ক্যাম্পাস।
এদিন সকাল থেকে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। তালা ঝুলতে দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ একাডেমিক সাজিদ ভবন, আর্টস ফ্যাকাল্টি, বিজ্ঞান অনুষদের ভবনগুলোর ফটকে।
প্রশাসনিক ভবনের প্রধান ফটকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেওয়ায় যাতায়াতের জন্য পেছনের গেট ব্যবহার করছেন উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ কর্মকর্তা-কর্মচারীরা।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদুল হক বলেন, ‘শাটডাউন কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন, মেডিকেল সেন্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রশাসনিক ভবন চালু রয়েছে। আমরা আগামীকালের বৈঠকের অপেক্ষায় রয়েছি। বৈঠকটি ফলপ্রসূ হলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব, তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘সচিবালয় থেকে আমাদের যে দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছে এবং আমরা বলেছি, দাবি লিখিত আকারে না নেওয়া পর্যন্ত আমরা এই কমপ্লিট শাটডাউন চালিয়ে যাব। আমাদের দাবিগুলো মানতেই হবে, না মানার কোনো সুযোগ নেই।’
এর আগে গত রোববার তিন দাবিতে অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে গতকাল সোমবার সচিবালয়ের প্রধান ফটকে অনশন শুরু করেন তাঁরা। এদিন রাত ৮টা নাগাদ শিক্ষার্থীদের তিনটি দাবির দুটি মেনে নেওয়ার আশ্বাস দেয় মন্ত্রণালয়। পরে ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে আজ বুধবারের সভা থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১২ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৩ মিনিট আগে