নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কার্বন নিঃসরণ কমাতে ব্যবহৃত পণ্যের মেলার আয়োজন করেছে ব্র্যাক। এই মেলায় শাড়ি-পাঞ্জাবি-গেঞ্জি-গয়নার মতো নিত্য ব্যবহার্য পণ্য যেমন ছিল, তেমনি ছিল স্মৃতি হয়ে যাওয়া একসময়ের তুমুল জনপ্রিয় ক্যাননের এই-১ মডেলের ফিল্ম ক্যামেরা। ছিল ডিজেআই ওজমো স্মার্টফোন গিম্বলের মতো পণ্যও।
পুরোনো পণ্য নিয়ে ব্র্যাকের সামনের চত্বরে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বসে ‘ডিক্লাটার মেলা’। দুই দিনের মেলায় প্রায় সাড়ে তিন হাজার পণ্য বিক্রির জন্য রাখা হয়। এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় অন্যান্য পণ্যের মধ্যে ছিল ক্যাসেট প্লেয়ার, টেপ রেকর্ডার, ল্যাপটপ, মোবাইল, রেডিও, আইপ্যাড, ইনডাকশন চুলা, চামড়ার ব্যাগ, টার্ন টেবিল, পিতলের বদনা, ব্লেজার, স্যুট, লেহেঙ্গা-শাড়ি-টপ-ঝুলসহ বিয়ের পুরো একটি সেট, বাঁশি প্রভৃতি।
ব্র্যাক বলেছে, মানুষের ব্যবহারের জন্য যত বেশি পণ্য উৎপাদন করতে হয়, তত বেশি নিঃসরিত হয় কার্বন। ত্বরান্বিত হয় পরিবেশ বিপর্যয়। তাই বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমাতে পুরোনো পণ্য, যা এখন আর ব্যবহার করা হচ্ছে না, সেগুলোকে পুনর্ব্যবহার উৎসাহিত করতেই ব্র্যাকের নিজস্ব কর্মীদের নিয়ে করা হয় এই আয়োজন।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী বলেন, ‘পরিবেশ রক্ষা এখন বৈশ্বিক উদ্বেগের বিষয়। যেহেতু মানুষ এখন জলবায়ু পরিবর্তন এবং সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে আরও সচেতন হয়ে উঠেছে, এই আয়োজনের মাধ্যমে আমরা ন্যূনতম সম্পদ ব্যবহারকে উৎসাহিত করছি। পণ্যের পুনর্ব্যবহার একদিকে যেমন প্রকৃতিতে বর্জ্য কমায়, অন্যদিকে পণ্য উৎপাদনে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করে।
মেলার আয়োজকেরা জানান, একটি ডেনিম প্যান্ট তৈরিতে প্রায় সাড়ে ৩৩ কিলোগ্রাম কার্বন নিঃসরণ হয়, যা ১১১ কিলোমিটার গাড়ি চালানো বা ২৪৬ ঘণ্টা বড় পর্দার টিভি চললে যে কার্বন নিঃসৃত হবে তার সমান। একটি ফুলহাতা সুতির শার্ট উৎপাদনে কার্বন নিঃসরণের মাত্রা পৌনে ১১ কিলোগ্রাম। একটি শাড়ি তৈরিতে কার্বন ফুটপ্রিন্ট ১৫ কিলোগ্রামের বেশি।
ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মীদের জন্য প্রথমবারের মতো এ মেলা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের কার্বন ফুটপ্রিন্ট রিডাকশন ম্যানেজমেন্ট কমিটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পদক্ষেপের অংশ হিসেবে ‘ব্র্যাক ডিক্লাটার মেলা’ আয়োজন করা হয়। এই আয়োজনের মূল লক্ষ্য হলো ব্র্যাকের কর্মীদের পণ্য পুনর্ব্যবহারে অনুপ্রাণিত করা যা কার্বন ফুটপ্রিন্ট কমাতে অনেকাংশে অবদান রাখতে পারে।
কার্বন নিঃসরণ কমাতে ব্যবহৃত পণ্যের মেলার আয়োজন করেছে ব্র্যাক। এই মেলায় শাড়ি-পাঞ্জাবি-গেঞ্জি-গয়নার মতো নিত্য ব্যবহার্য পণ্য যেমন ছিল, তেমনি ছিল স্মৃতি হয়ে যাওয়া একসময়ের তুমুল জনপ্রিয় ক্যাননের এই-১ মডেলের ফিল্ম ক্যামেরা। ছিল ডিজেআই ওজমো স্মার্টফোন গিম্বলের মতো পণ্যও।
পুরোনো পণ্য নিয়ে ব্র্যাকের সামনের চত্বরে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বসে ‘ডিক্লাটার মেলা’। দুই দিনের মেলায় প্রায় সাড়ে তিন হাজার পণ্য বিক্রির জন্য রাখা হয়। এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় অন্যান্য পণ্যের মধ্যে ছিল ক্যাসেট প্লেয়ার, টেপ রেকর্ডার, ল্যাপটপ, মোবাইল, রেডিও, আইপ্যাড, ইনডাকশন চুলা, চামড়ার ব্যাগ, টার্ন টেবিল, পিতলের বদনা, ব্লেজার, স্যুট, লেহেঙ্গা-শাড়ি-টপ-ঝুলসহ বিয়ের পুরো একটি সেট, বাঁশি প্রভৃতি।
ব্র্যাক বলেছে, মানুষের ব্যবহারের জন্য যত বেশি পণ্য উৎপাদন করতে হয়, তত বেশি নিঃসরিত হয় কার্বন। ত্বরান্বিত হয় পরিবেশ বিপর্যয়। তাই বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমাতে পুরোনো পণ্য, যা এখন আর ব্যবহার করা হচ্ছে না, সেগুলোকে পুনর্ব্যবহার উৎসাহিত করতেই ব্র্যাকের নিজস্ব কর্মীদের নিয়ে করা হয় এই আয়োজন।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী বলেন, ‘পরিবেশ রক্ষা এখন বৈশ্বিক উদ্বেগের বিষয়। যেহেতু মানুষ এখন জলবায়ু পরিবর্তন এবং সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে আরও সচেতন হয়ে উঠেছে, এই আয়োজনের মাধ্যমে আমরা ন্যূনতম সম্পদ ব্যবহারকে উৎসাহিত করছি। পণ্যের পুনর্ব্যবহার একদিকে যেমন প্রকৃতিতে বর্জ্য কমায়, অন্যদিকে পণ্য উৎপাদনে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করে।
মেলার আয়োজকেরা জানান, একটি ডেনিম প্যান্ট তৈরিতে প্রায় সাড়ে ৩৩ কিলোগ্রাম কার্বন নিঃসরণ হয়, যা ১১১ কিলোমিটার গাড়ি চালানো বা ২৪৬ ঘণ্টা বড় পর্দার টিভি চললে যে কার্বন নিঃসৃত হবে তার সমান। একটি ফুলহাতা সুতির শার্ট উৎপাদনে কার্বন নিঃসরণের মাত্রা পৌনে ১১ কিলোগ্রাম। একটি শাড়ি তৈরিতে কার্বন ফুটপ্রিন্ট ১৫ কিলোগ্রামের বেশি।
ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মীদের জন্য প্রথমবারের মতো এ মেলা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের কার্বন ফুটপ্রিন্ট রিডাকশন ম্যানেজমেন্ট কমিটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পদক্ষেপের অংশ হিসেবে ‘ব্র্যাক ডিক্লাটার মেলা’ আয়োজন করা হয়। এই আয়োজনের মূল লক্ষ্য হলো ব্র্যাকের কর্মীদের পণ্য পুনর্ব্যবহারে অনুপ্রাণিত করা যা কার্বন ফুটপ্রিন্ট কমাতে অনেকাংশে অবদান রাখতে পারে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে