পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে শরীফ উদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া মেলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শরীফ উদ্দিন সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা গ্রামের হোসেন উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের শাহজাহানের ছেলে আজাদ মিয়া (২৮) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫) পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানায়, উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হয়। মেলাটি বহু কাল ধরে এখানে আয়োজন হয়ে আসছে। মেলা শেষ হয়ে যাওয়ার পর মেলা কমিটিকে না জানিয়ে গ্রামের কয়েক যুবক মিলে গানের আয়োজন করেন। গান চলাকালে হঠাৎ গান বন্ধ হয়ে যায়। এ সময় গানের আয়োজক কমিটির সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দর্শক। তাতে শরীফ উদ্দিন, আজাদ মিয়া ও লিটন মিয়া গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীফ উদ্দিন ও আজাদ মিয়াকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উদ্দিনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য আজাদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেলা কমিটির সাধারণ সম্পাদক ও নারান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন বলেন, ‘মেলা শেষ হয়ে গেছে প্রায় সাত দিন হয়েছে। এ ছাড়া মেলা কমিটিকে না জানিয়ে গ্রামের কয়েক যুবক গানের আয়োজন করে। শুনেছি, এই গানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে একজন নিহত হয়েছে। আমার দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের নিরীহ ও সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তবে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে শরীফ উদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া মেলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শরীফ উদ্দিন সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা গ্রামের হোসেন উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের শাহজাহানের ছেলে আজাদ মিয়া (২৮) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫) পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানায়, উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হয়। মেলাটি বহু কাল ধরে এখানে আয়োজন হয়ে আসছে। মেলা শেষ হয়ে যাওয়ার পর মেলা কমিটিকে না জানিয়ে গ্রামের কয়েক যুবক মিলে গানের আয়োজন করেন। গান চলাকালে হঠাৎ গান বন্ধ হয়ে যায়। এ সময় গানের আয়োজক কমিটির সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দর্শক। তাতে শরীফ উদ্দিন, আজাদ মিয়া ও লিটন মিয়া গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীফ উদ্দিন ও আজাদ মিয়াকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উদ্দিনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য আজাদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেলা কমিটির সাধারণ সম্পাদক ও নারান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন বলেন, ‘মেলা শেষ হয়ে গেছে প্রায় সাত দিন হয়েছে। এ ছাড়া মেলা কমিটিকে না জানিয়ে গ্রামের কয়েক যুবক গানের আয়োজন করে। শুনেছি, এই গানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে একজন নিহত হয়েছে। আমার দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের নিরীহ ও সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তবে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে