নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুদকের তদন্ত প্রতিবেদন আসামির হাতে যাওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে দুদকের অভ্যন্তরীণ সিদ্ধান্তের নথি আসামির কাছে যাওয়ার বিষয়ে দুদকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভ্যন্তরীণ সিদ্ধান্তের নথি আসামির কাছে যাওয়ার বিষয়ে দুদকের কাছে ব্যাখ্যা তলব করেছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেছেন, এ যেন সর্ষের মধ্যে ভূত।
৮ কোটি ৩৬ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০১৭ সালের ২৪ অক্টোবর ওই মামলা করে।
সুভাষ চন্দ্র সাহার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ছয় বছরে তিনবার এই মামলায় তদন্ত হয়েছে। তার মধ্যে দুইবারই তাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায়নি। এখন চতুর্থবারের মতো তদন্ত চলছে। তাই মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে কেন মামলা বাতিল করা হবে না- এই মর্মে রুল জারি করেছেন। এ ছাড়া কেন তদন্ত শেষ হচ্ছে না তাও জানতে চেয়েছেন।
তিনি আরও বলেন, আমরা আদালতে বলেছি এটা হয়রানি করার চরম দৃষ্টান্ত। এভাবে আর কত দিন তদন্ত চলবে। পরে আদালত আগামী ২২ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।
দুদকের তদন্ত প্রতিবেদন আসামির হাতে যাওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে দুদকের অভ্যন্তরীণ সিদ্ধান্তের নথি আসামির কাছে যাওয়ার বিষয়ে দুদকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভ্যন্তরীণ সিদ্ধান্তের নথি আসামির কাছে যাওয়ার বিষয়ে দুদকের কাছে ব্যাখ্যা তলব করেছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেছেন, এ যেন সর্ষের মধ্যে ভূত।
৮ কোটি ৩৬ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০১৭ সালের ২৪ অক্টোবর ওই মামলা করে।
সুভাষ চন্দ্র সাহার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ছয় বছরে তিনবার এই মামলায় তদন্ত হয়েছে। তার মধ্যে দুইবারই তাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায়নি। এখন চতুর্থবারের মতো তদন্ত চলছে। তাই মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে কেন মামলা বাতিল করা হবে না- এই মর্মে রুল জারি করেছেন। এ ছাড়া কেন তদন্ত শেষ হচ্ছে না তাও জানতে চেয়েছেন।
তিনি আরও বলেন, আমরা আদালতে বলেছি এটা হয়রানি করার চরম দৃষ্টান্ত। এভাবে আর কত দিন তদন্ত চলবে। পরে আদালত আগামী ২২ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাকর আলি তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে স্কুলছাত্রকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর আটক স্থানীয় দুই ব্যক্তিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক নাজিম উদ্দিন পলাতক রয়েছেন।
২৭ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে নয়ন (৪৬) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে টঙ্গীর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
৪৩ মিনিট আগেচুয়াডাঙ্গা পৌর শহরে হাসপাতালে মায়ের মরদেহ দেখে শোকার্ত ছেলেও মারা গেছেন। চিকিৎসক বলছেন, তাঁদের ধারণা, মায়ের লাশ দেখে ছেলে স্ট্রোক করেছেন। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে অংশগ্রহণমূলক পরিবেশের ঘাটতি এবং নানা অনিশ্চয়তায় উদ্বেগ জানিয়েছেন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সচেতন শিক্ষার্থীরা। শনিবার (২৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫২ শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানা
১ ঘণ্টা আগে