শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ছেলে কবির হোসেনকে পুলিশে ধরে নিয়ে গেছে, এমন খবর শুনে বাবা আব্দুল জব্বার (৬৭) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছেলেকে গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর মৃত্যু হয় বাবার। স্বজনদের অভিযোগ কবির হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, একটি হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামি হিসেবে কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বারের বাড়ি উপজেলার ধনুয়া গ্রামে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা কবির হোসেন (৩৫) আব্দুল জব্বারের ছেলে। কবির হোসেন গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের নাতিন মেহেদী হাসান বলেন, ‘গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাবা বাড়ির পাশে ফকির মার্কেটে একটি দোকানে বসে ছিল। সাদা পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয়ে বাবাকে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার দাদি কদরজান দাদাকে জানান। জানানোর পরপরই দাদা সজোরে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আর কোনো কথাবার্তা বলতে পারেনি। আজ সকালে দাদা মারা যান।’
নিহতের মেয়ে পারুল আক্তার বলেন, আমাদের পাঁচ বোনের একটিমাত্র ভাই কবির হোসেন। আদরের একমাত্র ছেলেকে পুলিশ গ্রেপ্তারের খবরে বাবা অসুস্থ হয়ে মারা যান। ছোটভাইকে গ্রেপ্তারের পর আমরা খবর পেয়ে ছুটে আসি বাবার বাড়ি। কিন্তু বাবা কোনো কথা বলেননি। আমাদের সঙ্গে কিছু না বলেই বাবা মারা গেলেন। আমরা যত দূর জানি ভাইয়ের নামে কোনো মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করত। গ্রেপ্তারের পর ভাইকে হত্যা মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী কদরজান বলেন, ‘তোমরা আমার বাবাকে এনে দাও, স্বামীকে হারালাম। আমি কি নিয়ে থাকব। আমি কেন এমন খবর দিলাম। এই খবর শোনার পর স্বামী আমাকে কিছু না বলে চলে গেল। আমি বাড়িতে এসে কবিরের খবরটা দেওয়ার পরপরই জোরে একটি চিৎকার দেয়। এটিই শেষ চিৎকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃত কবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ছেলে কবির হোসেনকে পুলিশে ধরে নিয়ে গেছে, এমন খবর শুনে বাবা আব্দুল জব্বার (৬৭) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছেলেকে গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর মৃত্যু হয় বাবার। স্বজনদের অভিযোগ কবির হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, একটি হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামি হিসেবে কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বারের বাড়ি উপজেলার ধনুয়া গ্রামে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা কবির হোসেন (৩৫) আব্দুল জব্বারের ছেলে। কবির হোসেন গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের নাতিন মেহেদী হাসান বলেন, ‘গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাবা বাড়ির পাশে ফকির মার্কেটে একটি দোকানে বসে ছিল। সাদা পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয়ে বাবাকে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার দাদি কদরজান দাদাকে জানান। জানানোর পরপরই দাদা সজোরে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আর কোনো কথাবার্তা বলতে পারেনি। আজ সকালে দাদা মারা যান।’
নিহতের মেয়ে পারুল আক্তার বলেন, আমাদের পাঁচ বোনের একটিমাত্র ভাই কবির হোসেন। আদরের একমাত্র ছেলেকে পুলিশ গ্রেপ্তারের খবরে বাবা অসুস্থ হয়ে মারা যান। ছোটভাইকে গ্রেপ্তারের পর আমরা খবর পেয়ে ছুটে আসি বাবার বাড়ি। কিন্তু বাবা কোনো কথা বলেননি। আমাদের সঙ্গে কিছু না বলেই বাবা মারা গেলেন। আমরা যত দূর জানি ভাইয়ের নামে কোনো মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করত। গ্রেপ্তারের পর ভাইকে হত্যা মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী কদরজান বলেন, ‘তোমরা আমার বাবাকে এনে দাও, স্বামীকে হারালাম। আমি কি নিয়ে থাকব। আমি কেন এমন খবর দিলাম। এই খবর শোনার পর স্বামী আমাকে কিছু না বলে চলে গেল। আমি বাড়িতে এসে কবিরের খবরটা দেওয়ার পরপরই জোরে একটি চিৎকার দেয়। এটিই শেষ চিৎকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃত কবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
৭ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে