শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ছেলে কবির হোসেনকে পুলিশে ধরে নিয়ে গেছে, এমন খবর শুনে বাবা আব্দুল জব্বার (৬৭) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছেলেকে গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর মৃত্যু হয় বাবার। স্বজনদের অভিযোগ কবির হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, একটি হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামি হিসেবে কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বারের বাড়ি উপজেলার ধনুয়া গ্রামে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা কবির হোসেন (৩৫) আব্দুল জব্বারের ছেলে। কবির হোসেন গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের নাতিন মেহেদী হাসান বলেন, ‘গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাবা বাড়ির পাশে ফকির মার্কেটে একটি দোকানে বসে ছিল। সাদা পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয়ে বাবাকে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার দাদি কদরজান দাদাকে জানান। জানানোর পরপরই দাদা সজোরে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আর কোনো কথাবার্তা বলতে পারেনি। আজ সকালে দাদা মারা যান।’
নিহতের মেয়ে পারুল আক্তার বলেন, আমাদের পাঁচ বোনের একটিমাত্র ভাই কবির হোসেন। আদরের একমাত্র ছেলেকে পুলিশ গ্রেপ্তারের খবরে বাবা অসুস্থ হয়ে মারা যান। ছোটভাইকে গ্রেপ্তারের পর আমরা খবর পেয়ে ছুটে আসি বাবার বাড়ি। কিন্তু বাবা কোনো কথা বলেননি। আমাদের সঙ্গে কিছু না বলেই বাবা মারা গেলেন। আমরা যত দূর জানি ভাইয়ের নামে কোনো মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করত। গ্রেপ্তারের পর ভাইকে হত্যা মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী কদরজান বলেন, ‘তোমরা আমার বাবাকে এনে দাও, স্বামীকে হারালাম। আমি কি নিয়ে থাকব। আমি কেন এমন খবর দিলাম। এই খবর শোনার পর স্বামী আমাকে কিছু না বলে চলে গেল। আমি বাড়িতে এসে কবিরের খবরটা দেওয়ার পরপরই জোরে একটি চিৎকার দেয়। এটিই শেষ চিৎকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃত কবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ছেলে কবির হোসেনকে পুলিশে ধরে নিয়ে গেছে, এমন খবর শুনে বাবা আব্দুল জব্বার (৬৭) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছেলেকে গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর মৃত্যু হয় বাবার। স্বজনদের অভিযোগ কবির হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, একটি হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামি হিসেবে কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বারের বাড়ি উপজেলার ধনুয়া গ্রামে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা কবির হোসেন (৩৫) আব্দুল জব্বারের ছেলে। কবির হোসেন গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের নাতিন মেহেদী হাসান বলেন, ‘গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাবা বাড়ির পাশে ফকির মার্কেটে একটি দোকানে বসে ছিল। সাদা পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয়ে বাবাকে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার দাদি কদরজান দাদাকে জানান। জানানোর পরপরই দাদা সজোরে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আর কোনো কথাবার্তা বলতে পারেনি। আজ সকালে দাদা মারা যান।’
নিহতের মেয়ে পারুল আক্তার বলেন, আমাদের পাঁচ বোনের একটিমাত্র ভাই কবির হোসেন। আদরের একমাত্র ছেলেকে পুলিশ গ্রেপ্তারের খবরে বাবা অসুস্থ হয়ে মারা যান। ছোটভাইকে গ্রেপ্তারের পর আমরা খবর পেয়ে ছুটে আসি বাবার বাড়ি। কিন্তু বাবা কোনো কথা বলেননি। আমাদের সঙ্গে কিছু না বলেই বাবা মারা গেলেন। আমরা যত দূর জানি ভাইয়ের নামে কোনো মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করত। গ্রেপ্তারের পর ভাইকে হত্যা মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী কদরজান বলেন, ‘তোমরা আমার বাবাকে এনে দাও, স্বামীকে হারালাম। আমি কি নিয়ে থাকব। আমি কেন এমন খবর দিলাম। এই খবর শোনার পর স্বামী আমাকে কিছু না বলে চলে গেল। আমি বাড়িতে এসে কবিরের খবরটা দেওয়ার পরপরই জোরে একটি চিৎকার দেয়। এটিই শেষ চিৎকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃত কবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৪ ঘণ্টা আগে