Ajker Patrika

বিয়ের প্রলোভনে ধর্ষণ: বান্ধবী লায়লার মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুন ২০২৪, ১২: ১৩
বিয়ের প্রলোভনে ধর্ষণ: বান্ধবী লায়লার মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

‘বিয়ের প্রলোভনে ধর্ষণের’ অভিযোগে বান্ধবী লায়লা আক্তার ফারহাদের (৪৮) মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন (২৫)। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মামলায় আজ সোমবার (১০ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাউদকান্দি থানার উপপরিদর্শক (এএসআই) মো. রিপন মিয়া জানান।

এএসআই মো. রিপন মিয়া আজকের পত্রিকাকে বলেন, আজ রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে মামুনকে আটক করা হয়। রাত ১২টায় তাঁকে ঢাকার ক্যান্টনমেন্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা। সেই মামলায় অভিযোগ করা হয়, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে মামুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

লায়লার দাবি, ঢাকায় থাকার জায়গা নেই বলে ‘সরল বিশ্বাসে’ মামুনকে নিজের বাসায় আশ্রয় দেন লায়লা। ২০২২ সালের ৭ জানুয়ারি মাকে সঙ্গে নিয়ে মামুন লায়লার বাসায় উঠেন। ওইদিন থেকে তাঁরা দুজন একই কক্ষে থাকতে শুরু করেন। এরপর মামুনের বাবা-মা মাঝেমধ্যেই এসে সেখানে থাকতেন। 

এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ মামুন একাধিকবার ‘ইচ্ছার বিরুদ্ধে’ লায়লার সঙ্গে শারীরিক সর্ম্পক স্থাপন করেন। একাধিকবার বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। চলতি বছরের ১৪ মার্চ মামুন শোয়ার ঘরে আগের মতোই ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ তাকে ধর্ষণ করেন।

পরে বিয়ের কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন মামুন এবং লায়লাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত