Ajker Patrika

আর কখনোই রেস্তোরাঁয় যাওয়া হবে না ভিকারুননিসার শিক্ষিকা ও তাঁর মেয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৫: ৫১
আর কখনোই রেস্তোরাঁয় যাওয়া হবে না ভিকারুননিসার শিক্ষিকা ও তাঁর মেয়ের

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার শিক্ষিকা লুৎফুন নাহার ও তাঁর মেয়ে জান্নাতি তাজরিন নিকিতা মারা গেছেন। আজ শুক্রবার ভোরে নিহত ওই শিক্ষিকার স্বামী গোলাম মহিউদ্দিন মরদেহ শনাক্ত করেন। সকাল ৮টার দিকে তিনি মরদেহ নিয়ে যান। 

স্ত্রী ও মেয়ের মরদেহ শনাক্ত করে গোলাম মহিউদ্দিন জানান, তাঁর স্ত্রী লুৎফুন নাহার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিক এবং মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার তাঁর স্ত্রী ও মেয়ে দন্ত চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসা শেষ করে রাতে বাসায় ফেরার পথে মেয়েকে নিয়ে ওই ভবনের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে এই দুর্ঘটনায় পড়েন তাঁরা।’ 

গোলাম মহিউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই আর স্ত্রী-কন্যাকে খুঁজে পাননি তিনি। রাতে এসে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্ত্রীকে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মেয়েকে শনাক্ত করেন। শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তিনি স্ত্রী ও মেয়ের মরদেহ বুঝে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত