Ajker Patrika

শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন ফারজানা ব্রাউনিয়া

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৫: ৪৩
শাইখ সিরাজ ও ফারজানা ব্রাউনিয়া। ছবি: সংগৃহীত
শাইখ সিরাজ ও ফারজানা ব্রাউনিয়া। ছবি: সংগৃহীত

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিলেন টিভি উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া। সেই মামলা তিনি প্রত্যাহার করেছেন।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

ফারজানা ব্রাউনিয়া আদালতে হাজির হয়ে আদালতকে বলেন, এই মামলা তিনি আর চালাবেন না।

গত ২৫ সেপ্টেম্বর ফারজানা আদালতে হাজির হয়ে পাঁচজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা প্রত্যাহার করায় এখন আর তদন্ত প্রতিবেদনের প্রয়োজন হবে না।

মামলায় অন্য যাঁদের আসামি করা হয় তাঁরা হলেন—আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।

মামলার অভিযোগে বলা হয়, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক ১ লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সঙ্গে ২০১৪ সাল থেকে ‘স্বর্ণ কিশোরী’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলায় তাঁকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান, যত দিন পর্যন্ত তাঁকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে, তত দিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন। সেই হিসাবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা রয়েছে।

মামলায় আরও বলা হয়, শাইখ সিরাজ ও অন্যরা পরস্পর যোগসাজশে তাঁর পাওনা পরিশোধ না করে তা আত্মসাৎ করেছেন। তিনি বারবার আসামিদের কাছে পাওনা টাকার দাবিতে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান। কিন্তু কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দেন এবং তাঁর কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত