Ajker Patrika

গোয়ালন্দে পণ্যবাহী ট্রাক থেকে ছিনতাইকারী চক্রের প্রধান গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে পণ্যবাহী ট্রাক থেকে ছিনতাইকারী চক্রের প্রধান গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে সিরিয়ালে আটকে থাকা পণ্যবাহী ট্রাক থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের প্রধান মো. রাকিব প্রামাণিককে (২৬) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের একটি দল আজ সোমবার বিকেলে উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। 

রাকিব প্রামাণিক উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার সাইদ প্রামাণিকের ছেলে। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গোয়ালন্দ ঘাট থানার ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ থেকে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজট সৃষ্টির ফলে জমিদার ব্রিজ এলাকায় মধ্যরাতে কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একাধিক পণ্যবাহী ট্রাকের কয়েকজন চালক ও সহযোগীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে। এরপর ছিনতাইকারী চক্রের দলনেতা রাকিব প্রামাণিককে গ্রেপ্তার করে থানা-পুলিশ। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাকিব প্রামাণিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। এ ছাড়া গোয়ালন্দ ঘাট থানার একাধিক মামলার ঘটনার সঙ্গে সে জড়িত।’ 

ওসি বলেন, ‘মহাসড়কে ছিনতাই বন্ধে টহল জোরদার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আগামীকাল সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত