প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে গাদাগাদি করে লঞ্চ ও ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে হাজার হাজার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় যাচ্ছেন। এ ছাড়াও ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মত।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, সকাল থেকে ঢাকাগামী মানুষের চলাচল স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ দৌলতদিয়া ঘাট। এটি রাজধানীর সঙ্গে অন্যতম যোগাযোগ মাধ্যমও। এই ঘাট দিয়ে ঈদ-উল-আজহার ছুটি শেষে স্বাস্থ্যঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছেন হাজারো মানুষ।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর পাটুরিয়া আসে কেরামত আলী ফেরি। তাতে দেখা যায় গাড়ির সঙ্গে শতাধিক মানুষও নামে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে। গাড়ি ও যাত্রী নামিয়ে আবার গাড়ি লোড দেয় ফেরিটি। গাড়ির সঙ্গে দৌলতদিয়া ঘাটে অপেক্ষারত ঢাকাগামী ৫ শতাধিক মানুষও উঠতে দেখা যায় ফেরিতে।
কথা হয় গোপালগঞ্জ থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে করে ঢাকার আশুলিয়া গামী কাঠের লাকড়ি ব্যবসায়ী নুর আকাশের সঙ্গে। তিনি বলেন, স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি আসছিলাম, আগামীকাল কঠোর লকডাউন তাই আজই ঢাকা ফিরছি।
এ ছাড়া দূরপাল্লার বাস চালু থাকলেও মানুষ ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন। দৌলতদিয়া ঢাকা খুলনা মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।
দৌলতদিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যেসব লঞ্চ পাটুরিয়া আসছেন সেসব লঞ্চে ধারণ ক্ষমতার প্রায় চার গুন যাত্রী বহন করছেন। তবে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যেসব লঞ্চ পাটুরিয়া যাচ্ছেন সেসব লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে যতজন যাত্রী ওঠানোর কথা ততজন যাত্রী গুনে গুনে ওঠাচ্ছেন ঘাটে কর্মরত পুলিশ ও আনসার কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ’র লঞ্চ ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রাসেল শেখ বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে লঞ্চের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী ওঠাচ্ছি। সে ক্ষেত্রে আমাদের সহায়তা করছেন লঞ্চ ঘাটে কর্মরত পুলিশ ও আনসার বাহিনী। ঘাটে যাত্রীদের চাপ বেশি। সকাল থেকেই ২২টি লঞ্চ স্বাভাবিকভাবেই চলাচল করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ছোট-বড় ফেরি চলাচল করছে। নদী পারাপারে যানবাহনগুলোর কোনো সমস্যা হচ্ছে না। সকালের দিকে যাত্রীর চাপ কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আজ শুধুমাত্র যাত্রীবাহী বাস ও সামান্য সংখ্যক পণ্যবাহী ট্রাকের সারি থাকলেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।
স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে গাদাগাদি করে লঞ্চ ও ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে হাজার হাজার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় যাচ্ছেন। এ ছাড়াও ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মত।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, সকাল থেকে ঢাকাগামী মানুষের চলাচল স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ দৌলতদিয়া ঘাট। এটি রাজধানীর সঙ্গে অন্যতম যোগাযোগ মাধ্যমও। এই ঘাট দিয়ে ঈদ-উল-আজহার ছুটি শেষে স্বাস্থ্যঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছেন হাজারো মানুষ।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর পাটুরিয়া আসে কেরামত আলী ফেরি। তাতে দেখা যায় গাড়ির সঙ্গে শতাধিক মানুষও নামে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে। গাড়ি ও যাত্রী নামিয়ে আবার গাড়ি লোড দেয় ফেরিটি। গাড়ির সঙ্গে দৌলতদিয়া ঘাটে অপেক্ষারত ঢাকাগামী ৫ শতাধিক মানুষও উঠতে দেখা যায় ফেরিতে।
কথা হয় গোপালগঞ্জ থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে করে ঢাকার আশুলিয়া গামী কাঠের লাকড়ি ব্যবসায়ী নুর আকাশের সঙ্গে। তিনি বলেন, স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি আসছিলাম, আগামীকাল কঠোর লকডাউন তাই আজই ঢাকা ফিরছি।
এ ছাড়া দূরপাল্লার বাস চালু থাকলেও মানুষ ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন। দৌলতদিয়া ঢাকা খুলনা মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।
দৌলতদিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যেসব লঞ্চ পাটুরিয়া আসছেন সেসব লঞ্চে ধারণ ক্ষমতার প্রায় চার গুন যাত্রী বহন করছেন। তবে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যেসব লঞ্চ পাটুরিয়া যাচ্ছেন সেসব লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে যতজন যাত্রী ওঠানোর কথা ততজন যাত্রী গুনে গুনে ওঠাচ্ছেন ঘাটে কর্মরত পুলিশ ও আনসার কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ’র লঞ্চ ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রাসেল শেখ বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে লঞ্চের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী ওঠাচ্ছি। সে ক্ষেত্রে আমাদের সহায়তা করছেন লঞ্চ ঘাটে কর্মরত পুলিশ ও আনসার বাহিনী। ঘাটে যাত্রীদের চাপ বেশি। সকাল থেকেই ২২টি লঞ্চ স্বাভাবিকভাবেই চলাচল করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ছোট-বড় ফেরি চলাচল করছে। নদী পারাপারে যানবাহনগুলোর কোনো সমস্যা হচ্ছে না। সকালের দিকে যাত্রীর চাপ কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আজ শুধুমাত্র যাত্রীবাহী বাস ও সামান্য সংখ্যক পণ্যবাহী ট্রাকের সারি থাকলেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে