Ajker Patrika

ডেমরায় ম্যাক্সিম গ্রুপের অফিসে ডাকাতি, থানায় মামলা

ডেমরায় ম্যাক্সিম গ্রুপের অফিসে ডাকাতি, থানায় মামলা

রাজধানীর ডেমরায় ম্যাক্সিম গ্রুপ অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আমুলিয়া এলাকার ওই গ্রুপের সাইড অফিস ও সাইড ইয়ার্ডে এ ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় ডাকাত দল ওই কোম্পানির প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে আজ রোববার সকালে ডেমরা থানায় অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডেমরা-রামপুরা সড়কের পাশে আমুলিয়া এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে ১৫–২০ জনের একটি ডাকাত দল ম্যাক্সিম গ্রুপের মেইন গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দায়িত্বরত প্রহরী ও উপস্থিত অন্যান্য কর্মচারীদের হাত-পা বেঁধে গলায় ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মৃত্যুর হুমকি দেয়। 

এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা সময়ের মধ্যে ডাকাত দল কোম্পানির গোডাউনে থাকা গাড়ির ব্যাটারি, কেব্ল, ড্রিল মেশিন, ম্যান লিফ্ট, ফ্রগ লিফট ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায়। 

সূত্রটি আরও জানায়, ডাকাতেরা সবাই ফুল প্যান্ট, শার্ট এবং জ্যাকেট পরিহিত ছিল। 

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উল্যেখ্য, ডেমরার আমুলিয়ায় ম্যাক্সিম গ্রুপের এটি সাইড অফিস। এখানে সড়ক ও কনস্ট্রাকশন কাজের হাল্কা-ভারী যন্ত্রপাতি যেমন ক্রেন, এছাড়া এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি রাখা হয়। যা সব বিদেশ থেকে আমদানি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত