Ajker Patrika

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তাঁর স্ত্রীর নামে দুদকের মামলা

আজকের পত্রিকা ডেস্ক­
সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি: সংগৃহীত
সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তাঁর স্ত্রী হানুফা আক্তার রিক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি কুমিল্লা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আক্তার হোসের বলেন, সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের বিরুদ্ধে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।

অপর মামলাটি করা হয়েছে মো. মুজিবুল হকের স্ত্রী হানুফা আক্তার রিক্তার বিরুদ্ধে। এই মামলায় মুজিবুল হককেও আসামি করা হয়েছে। হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত