বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে নির্দেশনাটি জারি করা হয়।
সাধারণ যাত্রী, বিমানবন্দরে কর্তব্যরত কর্মীসহ কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর ক্রুদের এসব নির্দেশনা মেনে চলতে হবে।
আজ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা নির্দেশনায় বলা হয়, সাধারণ যাত্রী ও কর্মীদের মধ্যে কারও জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এয়ারলাইনসগুলোর জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে এইচএমপিভি ছড়িয়েছে, এমন সন্দেহভাজন দেশগুলো থেকে আগত ফ্লাইটের জন্য যাত্রার স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ফ্লাইটে কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে। ক্রু ও যাত্রীদের জন্য নির্দেশনা প্রচার করতে হবে।
বিমানবন্দর স্বাস্থ্যসেবা টিমের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গযুক্ত যাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করতে হবে। সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা করতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভির উপসর্গ সাধারণ শ্বাসতন্ত্রের অসুস্থতার মতো, যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায়। তবে সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব। এ বিষয়ে জানাতে প্রয়োজনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ টিমের সঙ্গে ০১৭৯৯৪৩০০৩৩ অথবা কলসেন্টার ১৩৬০০ নম্বরে যেকোনো সময় যোগাযোগ করা যাবে।
এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব স্টেকহোল্ডারকে এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে নির্দেশনাটি জারি করা হয়।
সাধারণ যাত্রী, বিমানবন্দরে কর্তব্যরত কর্মীসহ কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর ক্রুদের এসব নির্দেশনা মেনে চলতে হবে।
আজ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা নির্দেশনায় বলা হয়, সাধারণ যাত্রী ও কর্মীদের মধ্যে কারও জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এয়ারলাইনসগুলোর জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে এইচএমপিভি ছড়িয়েছে, এমন সন্দেহভাজন দেশগুলো থেকে আগত ফ্লাইটের জন্য যাত্রার স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ফ্লাইটে কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে। ক্রু ও যাত্রীদের জন্য নির্দেশনা প্রচার করতে হবে।
বিমানবন্দর স্বাস্থ্যসেবা টিমের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গযুক্ত যাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করতে হবে। সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা করতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভির উপসর্গ সাধারণ শ্বাসতন্ত্রের অসুস্থতার মতো, যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায়। তবে সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব। এ বিষয়ে জানাতে প্রয়োজনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ টিমের সঙ্গে ০১৭৯৯৪৩০০৩৩ অথবা কলসেন্টার ১৩৬০০ নম্বরে যেকোনো সময় যোগাযোগ করা যাবে।
এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব স্টেকহোল্ডারকে এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১০ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে