Ajker Patrika

দক্ষিণখানে শিশুকে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩, দুজন রিমান্ডে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২১: ২৯
দক্ষিণখানে শিশুকে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩, দুজন রিমান্ডে

রাজধানীর দক্ষিণখানে এক বছর বয়সী শিশু শেখ মাহতাব উদ্দিন মেহেমেতকে হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উম্মে হাবিবা আফরিন (৪০), মো. সিয়াম (২৩) ও নিলুফা ইয়াসমিন সাথী (৬০)। 
এঁদের মধ্যে আফরিনের তিন দিন ও সিয়ামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিলুফা ইয়াসমিন সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজী আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দক্ষিণখান ফায়দাবাদ উত্তরপাড়ার নূরানী জামে মসজিদ রোডের ৬৬৭ নম্বর বাড়ির নিচতলায় গতকাল শুক্রবার ভোরে শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে। ওই দিন রাতে নিহত শিশুর বাবা মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ শনিবার সকালে তাদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হলে দুজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরেকজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলায় শিশুটির সৎদাদি উম্মে হাবিবা আফরিন (৪০), আফরিনের ভাই মো. সিয়াম (২৩) ও আফরিনের মা নিলুফা ইয়াসমিন সাথীকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হলে সৎদাদি আফরিনের তিন দিন ও তাঁর ভাই সিয়ামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর আফরিনের মা সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তরখানের রাজাবাড়ী এলাকার ইবাদুর রহমানের স্ত্রী, ছেলে ও মেয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত